Breaking News
Home / Breaking News / জামালপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জামালপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিপুন জাকারিয়া :–

জামালপুরে জেলা প্রশাসকের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গতকাল এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি।

জামালপুরের জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্ব সেমিনারে প্রধান আলোচক বক্তব্য রাখেন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আতিকুর রহমান ছানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান ছানা, জেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল জলিল,
সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, শুভ্র ইন্টারন্যশনাল টেড এন্ট ট্যাবলর্স ম্যানেজিং পার্টনার মোকাদ্দেম হোসেন, সিও এস এম আব্দুল জলিল, চীফ কো অর্ডিনেটর হাবিবুর রহমান রিপনসহ স্থানীয় সরকারী ও রাজনৈনিক নেতৃবন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জাবেদ রহিম।

সেমিনারে কারিগরি প্রশিক্ষণের ম্যধমে দক্ষ জনশক্তি রপ্তানিতে বিশদ আলোচনার করা হয়।

Powered by themekiller.com