Breaking News
Home / Breaking News / পুলিশ ও কমিউনিটি পুলিশং একসাথে কাজ করলই সমাজ অপরাধমুক্ত হবে —নুরুল আমিন রুহুল এমপি

পুলিশ ও কমিউনিটি পুলিশং একসাথে কাজ করলই সমাজ অপরাধমুক্ত হবে —নুরুল আমিন রুহুল এমপি

এইচ এম ফারুক ::
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ স্লোগানে চাঁদপুরের মতলব উওরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, ডাক টেলিযোগ ও তথ্যপ্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেছেন, পুলিশ ও কমিউনিটি পুলিশং কমিটির সবাই এক সাথে কাজ করলে সমাজ অপরাধমুক্ত হবে।

কমিউনিটি পুলিশং এর সার্বিক সহযোগিতা যদি থানার পুলিশকে করে , তাহলে বিভিন্ন সন্ত্রাসী, মাদকসহ অপরাধ নির্মূল করতে সহজ হবে । আমাদের দেশের পুলিশ অনেক সাহসিকতার পরিচয় দিয়ে অনেক অপরাধমূলক কাজ দমন করেছে। নুরুল আমিন রুহুল আরো বলেন, দেশেরর আইন শঙ্খলা ঠিক না থাকলে তাহলে দেশ উন্নয়নশীল হতে পারে না। দেশ এখন মধ্যম আয়ের উন্নতি হয়েছে। আমাদের দেশের পুলিশ বিদেশের শান্তি মিশনে গিয়ে তাদের শান্তি ফিরিয়ে দেয়ার ভূমিকা পালন করছে তেমনি আমাদের সমাজের শান্তি ফিরিয়ে আনতে জোড়ালো ভূমিকা পালন করতে হবে পুলিশ বাহিনীদেরকে।

২৬ অক্টোবর শনিবার মতলব উত্তর থানায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেছেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিনিয়র সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. আহসান হাবিব, এএসপি (প্রবি) মাসুদ আলম, মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আইউব আলী গাজী, মতলব উত্তর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আকতার, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট মনোয়ার হোসেন,কমিউনিটি পুলিশিং কমিটির ছেংগারচর পৌরসভার সাধারণ সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, দুর্গাপুর ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ, ফরাজীকান্দি ইউনিয়ন সভাপতি নাসির উদ্দিন শাহ, ষাটনল ইউনিয়ন সভাপতি সৈয়দ আহমেদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগ সভাপতি সরকার মো. আলাউদ্দিন, সাংবাদিক মাহবুব আলম লাভলু।
এ সময়ে উপস্থিত ছিলেন- ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোখলেসুর রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ জাহান প্রধান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, কাজী মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের নেতা ও বিষ্ট্যি সমাজসেবক গাজী মুক্তার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি ও সেচ্ছাসেবকলীগের নেতা ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, উপজেলা যুবলীগের সদস্য কাজি হাবিবুর রহমান, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামান সরকার, স্বেচ্ছাসেবকলীগের নেতা হারিছ মাহমুদ দীপন, সেচ্ছাসেবকলীগের নেতা বোরহানউদ্দিন ডালিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিরাজ খালিদ, উপজেলা ছাএলীগের সাবেক আহবায়ক মাজুরুল ইসলাম মিজান, এড. সেলিম মিয়া, সাবেক ছাএলীগের নেতা রিয়াজ উদ্দিন রফিকসহ কমিউনিটি পুলিশং উপজেলা, পৌরসভার ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি / সাধারন সম্পাদকগন।

Powered by themekiller.com