Breaking News
Home / Breaking News / গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষকদের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষকদের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

তারেক সরকার , স্টাফ রিপোর্টার , গফরগাঁও ময়মনসিংহ ::

ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গত ২৩ অক্টোবর ঢাকার মাহাসমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ প্রকাশ করেন।

শিক্ষক সংগঠনগুলো ঐক্য পরিষদের ডাকে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় উপজেলার সকল প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ১০ মিনিট ক্লাস বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য গত ২৩ অক্টোবর পূর্বঘোষণা অনুযায়ী বেলা ১১টায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার শিক্ষক শহীদ মিনার এলাকায় জড়ো হন। কিন্তু পুলিশ আগে থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ঘিরে রাখায় বাধা পেয়ে শিক্ষকরা সড়কে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়; কিছুক্ষণ পর আবার শিক্ষকরা শহীদ মিনারে ঢোকার চেষ্টা করলেও সফল হননি। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে অবস্থান নেন। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে ১০ জন শিক্ষকের গুরুতর আহত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম গত ২৩ অক্টোবর ঢাকায় শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, সারা দেশের মতো গফরগাঁওয়ের শিক্ষকরাও এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

Powered by themekiller.com