Breaking News
Home / Breaking News / জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে সহ- সম্পাদক পদে হরিন প্রতীক নিয়ে শ্রমিক নেতা রতন বিজয়ী।

জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে সহ- সম্পাদক পদে হরিন প্রতীক নিয়ে শ্রমিক নেতা রতন বিজয়ী।

নিপুন জাকারিয়া :

জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন( ৮২২) এর ত্রি-বার্ষিক নিবার্চন নানা অনুষ্ঠানিকতা এবং উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সহ-সধারন সম্পাদক পদে হরিন প্রতীক নিয়ে বিজয় হয়েছেন কামরুল হাসান রতন। তিনি এর আগে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (৮২২) কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়- জামালপুর পৌরসভার দেওয়ানপাড়া লিচু তলা এলাকায় এক সমভ্র্যান্ত মুসলিম পরিবারের জম্মগ্রহণ করেন কামরুল হাসান রতন। দুই ভাই, দুই বোনের মধ্য পরিবারিক ভাবে ছোট সন্তান তিনি। তার পিতা আব্দুল সালাম, মাতা রাবেয়া বেগম।

আরো জানা যায়- বাংলাদেশ আওয়ামী লীগের তরুন পরিশ্রমী রাজনৈতিক কর্মী হিসাবে পরিচিত মুখ তিনি। তিনি প্রায় ২০ বছর ধরে পরিবহনের সাথে জড়িত রয়েছেন। কামরুল হাসান রতন জেলা মাইকো-কার চালক বিভাগের দুই দুইবারের সফল সাধারন হিসেবে সততার সাথে দায়িত্বে পালন করেছেন । জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন( ৮২২) এর ত্রি-বার্ষিক নিবার্চনে সহ- সম্পাদক পদে হরিন প্রতীকে এবার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি।

কামরুল হাসান রতন বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। শ্রমিকদের আপদে- বিপদে সাহায্য-সহযোগীতাসহ সততা এবং একনিষ্ঠ কর্মী হিসেবে সাধ্যমত পাশে থেকেছেন সব সময়। কামরুল হাসান রতন নির্বাচিত হওয়ায় জামালপুরে সর্ব মহলের নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Powered by themekiller.com