Breaking News
Home / Breaking News / চট্টগ্রামে রড সিমেন্টের গুদামে মিললো ৫ টন পেঁয়াজ

চট্টগ্রামে রড সিমেন্টের গুদামে মিললো ৫ টন পেঁয়াজ

চট্টগ্রাম ব্যুরোঃ
পেঁয়াজ নিয়ে তেলেসমাতি থামছে না। রড সিমেন্টের গুদামে পাওয়া গেল ৫ টন পেঁয়াজের মজুদ। হাটহাজারী পৌরসভার পুড়াহাট এলাকায় অভিযান চালিয়ে এসব পেঁয়াজ জব্দ করা হয়। বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে এসব পেঁয়াজ মজুদ করা হয়েছিলো।
বুধবার আমির হোসেনের মালিকানাধীন ওই গোডাউনে অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
মো. রুহুল আমিন সাংবাদিকদের জানান, ১১ সেপ্টেম্বর ভারত থেকে কেনা প্রায় ৫ টন পেঁয়াজ রড সিমেন্টের গোডাউনে অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন ব্যবসায়ী আমির হোসেন। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি দামে পেঁয়াজ বিক্রির জন্য তিনি এ কাজ করেছেন বলে স্বীকার করেছেন।
ইউএনও জানান, প্রাথমিকভাবে ওই গোডাউনে থাকা ৫ টন পেঁয়াজ জব্দ করা হয়েছে। এসব পেঁয়াজ আমদানির তথ্য এবং পেঁয়াজের ক্রয় ও বিক্রয় মূল্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে মজুদকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Powered by themekiller.com