Breaking News
Home / Breaking News / দুর্গা পূজা উপলক্ষে চাঁদপুর মডেল থানা ও‌সির পূজা মন্ডপ পরিদর্শন

দুর্গা পূজা উপলক্ষে চাঁদপুর মডেল থানা ও‌সির পূজা মন্ডপ পরিদর্শন

অ‌ভি‌জিত রায় ॥ হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব শুরু হচ্ছে। পূজা মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চাঁদপুর মডেল থানা পুলিশ কড়া নজরদারি রেখেছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন ও পুলিশ পরিদর্শক তদন্ত হারুনুর রশীদ সঙ্গীয় সদস্যদের নিয়ে শহরের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন।

উল্লেখযোগ্য মন্ডপগুলো ছিল মহামায়া দত্ত বাড়ি, দামোদরদী কমল কৃষ্ণ মহাশয়ের বাড়ি, দাসাদী বড় সূত্রধর বাড়ি, বাবুরহাট কুলোদাদের বাড়ি, শিলন্দিয়া সার্বজনীন দুর্গা মন্দির, হরিসভা মন্দির, চরবাকিলা, ক্যানপুর ও বিষ্ণুপর ইউ‌নিয়‌নের বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন। এ সময় অফিসার ইনচার্জ নাছিম উদ্দিন জানান, আমরা পুজা মন্দিরগুলোতে আইন শ্ঙ্খৃলা রক্ষায় নজরদারিতে রেখেছি।
আমরা চাই হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে তাদের পুজা অর্চনা করতে পারে। চাঁদপুর শহরে থানা ও ফাঁড়ি সহ ৬ জন ইন্সপেক্টর রয়েছে। এদেরকে মনিটরিং এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া চাঁদপুর মডেল থানা পুলিশ মোবাইল টিম হিসেবে পূজা চলাকালে দায়িথ্ব কর্তব্য পালন করবে।

Powered by themekiller.com