Breaking News
Home / Breaking News / পুলিশ সদস্যগন এদেশেরই সন্তান — মোঃ মোজাম্মেল হক

পুলিশ সদস্যগন এদেশেরই সন্তান — মোঃ মোজাম্মেল হক

বিশেষ প্রতিনিধি ::

পুলিশ একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অপরিহার্য অঙ্গ। মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল এদেশের পুলিশ। হাজারও পুলিশ শহীদ হয়েছেন মহান মুক্তিযুদ্ধে। স্বাধীনতা পরবর্তীকালে মাদক, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ দমন ও প্রতিরোধে অসংখ্য পুলিশ সদস্য অকাতরে জীবন দিয়েছেন। কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করে পুলিশ সদস্যগন বর্তমান ও অতীতে সকল নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করেছে। আভ্যন্তরীণ শান্তি, শৃংখলা এবং গণমানুষের জান ও মালের নিরপত্তা প্রদান করার জন্য পুলিশ সদস্যগন
দিবা নিশি নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে। আমি হলপ করে বলতে পারি আশেপাশের যেকোন দেশের তুলনায় বাংলাদেশের আইনশৃংখলা পরিস্থিতি ভাল। কোন পুলিশ সদস্য শৃংখলা বহির্ভুত কোন কাজ করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হচ্ছে। ব্যক্তির দায়
প্রতিষ্ঠান বহন করছেনা। এতদসত্ত্বেও কিছু ব্যক্তি অকারনে অত্যন্ত উদ্দেশ্য প্রনোদিতভাবে সোশ্যাল মিডিয়াতে তে সমগ্র পুলিশ বাহিনিকে নিয়ে অত্যন্ত আপত্তিকর আজেবাজে মন্তব্য করছে কিংবা ট্রল করছেন যা অত্যান্ত অমানবিক এবং নৈতিকতার প্রশ্নে অগ্রহনযোগ্য। পুলিশ সদস্যগন এদেশেরই সন্তান। আপনাদেরই কারো অত্যন্ত আপনজন কিংবা নিকটাত্মীয় কাছের বন্ধু। গঠনমুলক যেকোন সমালোচনা সাদরে গ্রহনীয়। কিন্তু অকারনে উদ্দেশ্য মুলকভাবে পুলিশকে তুচ্ছ তাচ্ছিল্য বা ছোট করার অপচেষ্টা অত্যন্ত নিন্দনিয়। দুঃখজনক হলেও সত্য যারা অনাকাংখিতভাবে অকারনে পুলিশকে নিয়ে ট্রল করছেন বা অযোচিত সমালোচনা করছেন তাঁরা নিজে কিংবা তাদের আত্মীয় পরিজনকে পুলিশের চাকুরী করার নিরন্তর চেষ্টা করছেন কিংবা কারনে অকারনে পুলিশি সেবা গ্রহন করছেন। ২ লক্ষাধিক সদস্যের একটি পুলিশ সংগঠনে কতিপয় দূর্বিনীত পুলিশ সদস্যদের জন্য গোটা বাহিনিকে অপমান অপদস্ত করে ট্রল করা নিতান্ত অন্যায়। পুলিশ আপনার নিকটতম বন্ধু। আসুন প্রয়োজনে গঠনমুলক সমালোচনা করি। কিন্তু অকারনে উদ্দেশ্যমুলকভাবে পুলিশকে নিয়ে
সোশ্যাল মিডিয়াতে আজেবাজে ট্রল করা থেকে বিরত থাকি। কারন আমরা সকলেই একই দেশে এবং একই সমাজে পরিবার পরিজন নিয়ে বসবাস করি।

লেখক পরিচিতিঃ
মোঃ মোজাম্মেল হক
কমান্ডিং অফিসার,RAB- 4,মিরপুর, ঢাকা।
এডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ ।

প্রতিবেদকঃ মোঃ মহসিন হোসাইন

Powered by themekiller.com