Breaking News
Home / Breaking News / রাজধানীসহ সারাদেশে মৃদু ভূমিকম্প

রাজধানীসহ সারাদেশে মৃদু ভূমিকম্প

অনলাইন ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.০৩।

ভূমিকম্পে এখন পর্যন্ত সারাদেশে থেকে কোন ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। রাজশাহী পঞ্চগড় এলাকার এই কম্পনের মাত্রা ছিল বেশি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের সাপাতগ্রামের ৭ কিলোমিটার উত্তরপূর্বে কোকরাঝাড় এলাকায়। সেখানে ভূমিকম্পের মাত্রা ৫.৩ রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভারতের উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে এই কম্পন। কম্পন অনুভূত হয়েছে সিকিম, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে মালদহ মুর্শিদাবাদেও।

মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতাসহ পুরো দক্ষিণবঙ্গেও। এছাড়া বিহারেও কম্পন টের পাওয়া গেছে।

Powered by themekiller.com