Breaking News
Home / Breaking News / দক্ষিণ জামালপুরের ঐতিয্যবাহী বিনন্দেরপাড়া ঈদগাহে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত

দক্ষিণ জামালপুরের ঐতিয্যবাহী বিনন্দেরপাড়া ঈদগাহে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত

নিপুন জাকারিয়া :–

জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া ঈদগাহ মাঠে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন সকাল ৯.৪৫ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরের জামাত পরিচালনা করেন কামালখান হাট সিনিয়ন কামিল মাদ্রাসার অব অধক্ষ্য আলহাজ মওলানা মো. মহসীনুজ্জামান।

জানা যায়- ১৯৯২ সাথে দক্ষিণ জামালপুরের অবহেলিত ও নিপেড়িত জনগোষ্ঠী কথা চিন্তা করে, ২২ গ্রামে মুরুব্বিদের সমন্নয়ে এ মাঠ প্রতিষ্ঠা করা হয়।
পবিত্র ঈদের নামাজের সু-ব্যবস্থা জন্যই ততকালিন মুরুব্বিদের ভালোবাসায় তৈরি হয় এ ঈদগাহ মাঠ। এ মাঠে এবার পবিত্র ঈদুল ফেতরের ২৮ তম জামাত অনুষ্ঠিত হয়। যাতে দক্ষিণ জামালপুরের ১০ হাজারের অধিক ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করেন। নামাজ শেষে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার আলোকে ধর্ম প্রাণ মুসলমাদের আবেগি চোখের পানিতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Powered by themekiller.com