Breaking News
Home / Breaking News / লক্ষ্মীপুরে ৪৪ জনের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

লক্ষ্মীপুরে ৪৪ জনের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর ভবানীগঞ্জ ইউনিয়নের জানু মিঞার বাড়ীতে একটি পরিবারের সদস্য ৪৪জন। এ ৪৪ জনের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। কোনো ঘটনা ঘটার পর তদন্ত করতে গেলে প্রশাসনের তদন্ত কর্মকর্তা হিমশিম খেতে হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
জানা যায়, খোরশেদরা চার ভাই। অতপর- খোরশেদের ৭ ছেলে। এদের সন্তান ও নাতী মিলে ৪৪জন। তন্নমধ্যে কাশেম,লোকমান,রাসেল,কামাল সফিক,জাহাঙ্গীর,জামাল,হারুন,বেলাল,ইব্রাহীম,ইসমাইল,শাহ আলম ,রুবেল,বাবুল, খোকন,শরিফ,জুয়েল সহেল সহ তাদের মেয়েদের জামাই সহ সবাই এক বাড়িতে বসবাস করে। তাদের পরিবাদের সদস্য বেশী হওয়াই বাড়ির আশ পাশের দোকান ঘর ও তাদের হওয়ার কারণে যে কোনো ঘটনা তারা খুব সহজে ধামাচাপা দিতে পারে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, এরা সমাজে লাঠিয়াল বাহিনী তৈয়ার করার জন্য একের পর এক সন্তান জম্ম দিচ্ছে। এদের হামলার শিকার হয়ে বর্তমানে কয়েকজন সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে অভাবের কারণে এরাই হবে সমাজের জলদস্যু । তাই স্থানীয়রা জেলা পুলিশ সুপার ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

Powered by themekiller.com