Breaking News
Home / Breaking News / চাঁদপুরে বন গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা

চাঁদপুরে বন গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা

ষ্টাফ রির্পোটারঃ
চাঁদপুরে বৃহস্পতিবার সকালে উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা করেছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট।

ডিসির সম্মেলন কক্ষে বিএফআরআই চট্টগ্রামের আয়োজনে কর্মশালার উদ্বোধনে বক্তব্য রাখেন চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খান।
মাজেদুর রহমান খান বলেন, বর্তমানে আমাদের অর্জন দ্রুত ছড়িয়ে দেয়ার মাধ্যম হলো গবেষণা। একটি জাতি হিসেবে গড়ে উঠতে গবেষণার ব্যাপক অবদান থাকে। তাই গবেষণা যদি প্রাণবন্ত না হয়, তাহলে কোন কার্যক্রম সফল হবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএফআরআই বন ব্যবস্থাপনা উনং মূখ্য গবেষণা কর্মকর্তা ড. মো. মাসুদুর রহমান, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় কর্মকার্তা ড. ডেইজি বিশ্বাস, সিনিয়র রিসার্চ অফিসার মো. আনিসুর রহমান, কর্মশালা সমন্বয়ক এম জহিরুল আলম, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুর রশিদ, এডিসি (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, জেলা পরিষদ সচিব মো. মিজানুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর প্রমুখ।

Powered by themekiller.com