Breaking News
Home / Breaking News / শীতবস্ত্র ~~~~~~~~~~ =মোসাঃ আজিজা খাতুন(নীপা মোনালিসা)

শীতবস্ত্র ~~~~~~~~~~ =মোসাঃ আজিজা খাতুন(নীপা মোনালিসা)

শীতবস্ত্র
~~~~~~~~~~
=মোসাঃ আজিজা খাতুন(নীপা মোনালিসা)

মাগো, গায়ে আমার ঠাণ্ডা লেগে অসুস্থ তাই,
কাঁপনিতে কাঁপনিতে সর্দি-জ্বর-কাশি
আশ্রয় আমার বিছানায়,
জেগে জেগে রাত যাচ্ছে,
আমার চোখে ঘুম নাই।
একটা শীতবস্ত্র এনে দিলে-
তোমার ছেলে বেঁচে যায়,
এই শীত থেকে রক্ষা পাই।

এমন করে শহর ঘুরে,
মরি, ঝুপড়ি ঘরে বস্তির নর্দমায়।
মাগো,একটি শীতবস্ত্র চাই।

প্রসাদের ওই নরম ফোমে
ঢেকে রেশমি চাঁদরে-
নরম ঊলের গরম শোয়েটারটাই,
আছে শুয়ে ধনীর ব্যাটায়।
আমি গরিব,আমি নিঃস্ব,
আমি অসহায়, আমি শূণ্য
একটি বস্ত্র ঘরে নাই।
মাগো, আমার শীতবস্ত্র চাই।

কুকুর কাঁদে নিশিরাতে
রাত কাঁপে শীত-জোছনাতে
হুহু ডাকে শেয়াল পন্ডিতে
আমি কাঁদি শীতপ্রকোপে-
শীতের রাতে বিছানা গরম নাই।
মাগো, শীতবস্ত্র আমার চাই।

হাড় বাড়ানো জীর্ণ দেহ
তেল নাই মাথায়,
পেটে ক্ষুধা, মুখে কর্কশ স্বর
ঠাই দেড় হাত কুঁড়ে ঘরটাই,
গরম নরম শীতবস্ত্র আমার নাই।
দয়া করো, দাও শীতবস্ত্র আমায়।

Powered by themekiller.com