Breaking News
Home / Breaking News / উপমা বিহীন ———- নূরুন্নাহার মুন্নি

উপমা বিহীন ———- নূরুন্নাহার মুন্নি

উপমা বিহীন
নূরুন্নাহার মুন্নি
……………………………
আজ অনেক দিন পর –
কবিতার খাতার পাতা খুলেছি,
বিনম্র আহত হৃদয়ের কাছে;
সর্বস্ব বিলীন করে আজ বলতে বসেছি ,
না;কোন অভিযোগ করবো না,
অভিমানে মোবাইল,ল্যাপটপ থেকে-
তোমার স্মৃতিগুলো মুছে ও দিবনা,
কেন করবো বলোতো?
তুমি তো জোৎস্নার মতোই-
দীর্ঘরাত আলো বিলিয়ে বিশ্বকে সাজাও,
কোন সে ঘরে ভালোবাসা হয়ে আলো দিয়েছিলে-
সে কথা তো তোমার জানার কথা নয়!
আমি ও না! কেমন যেনো!
হয়তো একটু বোকা;না -না একটু না;
অনেকখানিই বোকা,
আনমনে খোলা হাওয়ায়,রজনীগন্ধার তৃপ্তিতে-
কিংবা রাত্রি গভীর হলে-
তোমার উপস্থিতি খুঁজে খুঁজে ক্লান্ত হই।
অতনু আহ্লাদে কেঁপে উঠি তোমার অদৃশ্যতায়,
শুধু রাত যেনো নয়,তোমাকে আবিষ্কার করি-
ভোরের নির্মলতায়,গুনগুন গানে,
ভেতরের টুংটাং শব্দের ভীড়েও,
জীবনানন্দ আর হুমায়ূন আহমেদের –
বইয়ের এপাতায় ওপাতায়।
বলা বাহুল্য; অসময়ের মেঘের নিমন্ত্রণে-
তোমার মিলিয়ে যাওয়া শরীরে শিশিরের গন্ধ পাই,
তোমার মনে আছে?
হোয়াট্সঅ্যাপে আমার সেই প্রথম পাগলামি;
কতো কতো এস এম এস;হয়তো!!
হয়তো সব মিলে অনেকগুলো কবিতাই হয়ে যেতো।
আর তুমি!!!থাক্ নাই বা বললাম,
অতঃপর ইমু,ম্যাসেঞ্জার,ফেইজবুক;
সত্যি আজ নিজেকে দেখে বড্ড হাসি পায়,
একটা ক্যাম্পাস,পরিচ্ছন্ন রাস্তা আর-
লিফ্টের সিড়ি পর্যন্ত তাকিয়ে থাকতে থাকতে-
কেটে গেল অনেকগুলো বছর,
কিন্তু তুমি!! যেমন ঠিক তেমনি রয়ে গেলে;
ক্রিস্টাল ঝালড়ে চোখ ধাঁধানো স্বপ্নগুলো –
অবশেষে অভিমানে হারিয়ে গেলো,
দীর্ঘ বছর পর অবশেষে আর অবশেষ রইলো না।
আজ বড্ড অভিমান মনে;কঠিন ব্যবধান,
তবুও হয়তো কাঁচা বসন্তে একদিন _
আমার পরাজিত অনুভূতিগুলো বলে উঠবে-
ভালো আছো ??
আর তুমি!! বিস্ময়ের পরমাণু,
হয়তো দেখলেই না,আর যখন দেখলে!!
তখন আমি নিজেই হয়তো জোৎস্নার বুকে!!!

Powered by themekiller.com