Breaking News
Home / Breaking News / সচিবের গাড়িতে ‘ঘুষের টাকায় লাইসেন্স হয় না?’ লিখলো আন্দোলকারী

সচিবের গাড়িতে ‘ঘুষের টাকায় লাইসেন্স হয় না?’ লিখলো আন্দোলকারী

ষ্টাফ রির্পোটারঃ
সড়ক দুর্ঘটনায় আবরার আহমেদ চৌধুরীর নিহতের ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। গেলবারের নিরাপদ সড়ক আন্দোলনের মতই এবারেও রাজধানীর বিভিন্ন মোড়ে তারা গাড়ি চালকের লাইসেন্স চেক করছেন। বুধবার( ২০ মার্চ) তাদের হাতে শাহবাগ এলাকায় ধরা খেল এক উপ-সচিবের প্রাইভেট কার। শাহবাগের ফুটওভার ব্রিজের সামনে অবরোধকারী শিক্ষার্থীরা গাড়িটি থামিয়ে চালকের লাইসেন্স দেখতে চায়।
জানা যায়, ঢাকা মেট্রো খ-১২০৫১৬ নম্বরের গাড়িটি সরকারের এক উপ-সচিবের। গাড়িতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টিকারও লাগানো রয়েছে।
ড্রাইভারকে লাইসেন্স দেখাতে বললে তিনি তা পারেননি। পরে গাড়িটি একজন উপ-সচিবের বলে জানা যায়। এ সময় শিক্ষার্থীরা সাইন পেন দিয়ে গাড়ির বনেটে ‘ভুয়া’, ‘লাইসেন্স নাই’, ‘ঘুষের টাকায় লাইসেন্স হয় না?’ ইত্যাদি লিখে দেয়। পরে গাড়িটি রেখে তার স্যারকে আনতে চলে যান ড্রাইভার।

Powered by themekiller.com