Breaking News
Home / Breaking News / মাসুদ আজহারের ভাই-ছেলেসহ ৪৪ জন আটক

মাসুদ আজহারের ভাই-ছেলেসহ ৪৪ জন আটক

বাংলারমুখ ডেস্কঃ
কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান তীব্র উত্তেজনার মধ্যে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইসলামাবাদ। আটক করা হয়েছে অন্তত ৪৪ জনকে।
এদের মধ্যে গত মাসে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় অভিযুক্ত জইশ-ই-মুহাম্মদ নেতা মওলানা মাসুদ আজহারের ভাই ও ছেলে রয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, তদন্তের জন্য মঙ্গলবার (৫ মার্চ) তাদের নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। গেল ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ হামলার দায় স্বীকার করে।
এরপরই মাসুদ আজহার ও তার গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রস্তাবে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় ভারত। এমন প্রেক্ষাপটে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করলো পাকিস্তান।

Powered by themekiller.com