Breaking News
Home / Breaking News / সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত পদ থেকে স্বেচ্ছায় ৭ জনের পদত্যাগ

সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত পদ থেকে স্বেচ্ছায় ৭ জনের পদত্যাগ

ইকবাল মুন্না,চট্টগ্রাম ব্যুরো:

নব-গঠিত সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে স্বেচ্ছায় অব্যহতি নিয়েছেন নব-নির্বাচিত সাতজন নেতা।নব-নির্বাচিত নেতাকর্মীরা
তাদের ব্যাক্তিগত ফেসবুক আইডি পদত্যাগ ঘোষণা করেন।

তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যার যার নিজ প্রোফাইল থেকে বলেন,সদ্য গঠিত সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে জৈষ্ঠতা লঙ্ঘন হয়েছে এবং ব্যাপক অসঙ্গতি রয়েছে। আর্থিক লেনদেনের মাধ্যমে গঠিত কোন কমিটির অংশ হওয়ার মত অনৈতিকতাকে প্রশ্রয় দেয়ার জন্য যেহেতু বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি সেহেতু মান্নান-তুহিনের মত অছাত্রদের অযোগ্য নেতৃত্বে ছাত্ররাজনীতি করার মানসিকতা পোষণ করা সম্ভব হচ্ছে না বলে আমি সাব্বির হোসাইন (আলমগীর) ‘আপ্যায়ন বিষয়ক সম্পাদক’ পদ থেকে, মির্জা সোহেল সহ-সম্পাদক পদ থেকে,সাইফুল ইসলাম হোসেল গ্রন্থনা ও প্রকাশনা পদ থেকে,প্রমিজ চৌধুরী সহ-সম্পাদক পদ থেকে,মিরাজ ইসলাম উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক পদ থেকে,
মো.জাহাঙ্গীর আলম উপ-ছাত্রবৃত্তি সম্পাদক পদ থেকে, এ.কে.এম মুনতাসির
এান ও দুযোর্গ বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

এই বিষয়ে জানতে চাইলে পদত্যাগ করা মির্জা সোহেল এবং সাব্বির বলেন, আমরা দীর্ঘ সময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।বিএনপি -জামায়াত সরকারের আমলে আমাদের ওপর পরিবারের উপর নির্যাতন-নিপিড়ন চলার পর সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি করা হয়েছে শিবির এবং ছাত্রদলের কর্মী নিয়ে।টাকা নিয়ে কিছু চুর ডাকাত কে মূল্যায়ন করেছে দক্ষিণ জেলা ছাত্রলীগ।আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি এবং করে এসেছি তাই কোন ছাত্রদল-শিবিরের সাথে একই কমিটির সদস্য হয়ে রাজনীতি করতে পারবো না তাই স্ব-ইচ্ছাই পদত্যাগ করলাম।যেহেতু তৃণমুল নেতৃবৃন্দ মূল্যায়িত হয়নি সেহেতু উক্ত কমিটি থেকে পদত্যাগ করলাম।

জানা গেছে, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়া অনেকের নেই ছাত্রত্ব, রয়েছে মাটি ব্যবসায়ী ও বিদেশ ফেরত শ্রমিক, ছাত্রদল নেতা, ছাত্রশিবির কর্মী, ডাকাতি মামলা ও মোটর সাইকেল চুরির মামলার আসামি। আর্থিক লেনদেনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটিতে তাদের স্থান দেওয়া হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসাইন চৌধুরী তুহিন বলেন,সাতকানিয়া উপজেলা দীর্ঘদিন কমিটি ছিল না।দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় এবং সাতকানিয়া উপজেলার ইউনিয়ন ভিত্তিক কমিটি নেই যার কারনে অনেক নেতাকর্মী রয়েছে।কিছু নেতাকর্মীকে মূল্যায়ন করলেও কিছু নেতাকর্মীকে মূল্যায়ন করতে পারি নাই।যারা পদত্যাগ করেছে তারা অধৈর্য হয়ে পদত্যাগ করেছে যা আমরা কথাবার্তার মাধ্যমে ঠিক করে নিব।কয়েকজন পদত্যাগ করেছে সেটা আমরা শুনেছি আবার এমনও যে সাইফুল ইসলাম নামে একজনে কমিটিতে রাখা হলেও সেটা দাবী করতেছে চারজন।যে সাইফুল ইসলাম কে আমরা কমিটিতে রেখেছি সে পদত্যাগ করে নাই।

সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আজিজুল হক বলেন,কমিটি গঠন করতে হয় আওয়ামীলীগ নেতা এবং সাবেক ছাত্রনেতাদের সাথে নিয়ে।আমি বলবো না সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে ত্যাগীরা স্থান পায়নি হ্যা পেয়েছে তবে সবাই পায়নি।জামায়াত শিবিবের কিছু এজেন্ট ছাত্রলীগের প্রবেশ করে ছাত্রলীগ বিভক্ত করার চেষ্টা করছে।সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে ১০ম শ্রেনিতে পড়ুয়া ছাত্র রয়েছে।তাদের দিয়ে যদি উপজেলা কমিটি গঠন করে তাহলে ইউনিয়ন ছাত্রলীগ কি পঞ্চম শ্রেনির ছাত্রদের নিয়ে করবে?আমি মনে করি যারা পদত্যাগ করেছে তারা শিবির-ছাত্রদলের সাথে একই কমিটিতে থেকে রাজনীতি করতে পারবে না তাই পদত্যাগ করেছে।মির্জা হোসেল আমার সাথে আমার সময়ে রাজনীতি করেছে তার পদবী হওয়ার দরকার ছিল আরো উপরে কিন্তু মাত্র কয়েকমাস আগে আসা অছাত্র কতগুলোকে কমিটিতে স্থান দিয়ে মির্জা সোহেলের উপরে।শিবির-ছাত্রদল স্থান দখল করেছে সাতকানিয়া উপজেলা কমিটিতে তাদের অবিলম্বে বহিষ্কার করার দাবী জানাচ্ছি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ জুনায়েদ বলেন,দীর্ঘ ১৮বছর পর সাতকানিয়ায় উপজেলা ছাত্রলীগের কমিটি হওয়ার পর যখন জামায়াত-শিবিরের হাতে
অত্যাচারীত নির্যাতিতরা পদবঞ্চীত এটা তো মেনে নেওয়া যায়না।কমিটিতে স্থান পেয়েছে অনেকের নেই ছাত্রত্ব, মাটি ব্যবসায়ী ও বিদেশ ফেরত শ্রমিক, ছাত্রদল নেতা, ছাত্রশিবির কর্মী, ডাকাতি মামলা ও মোটর সাইকেল চুরির মামলার আসামি।ছাত্রলীগের জন্য যারা দীর্ঘ সময় প্রতিবাদ করেছে,রক্ত দিয়েছে,অধিকার হারিয়েছে
তাদের কমিটিতে না রাখা মানে এটা একটা অসম্পুন্ন কমিটি।যারা পদত্যাগ করেছে তারা শিবির আর ছাত্রদলের সাথে রাজনীতি করবে না তাই করেছে।আমি জোর দাবী জানাই যারা ত্যাগী সৎ, ছাত্র,সাংগঠনিক তাদের কমিটিতে স্থান দিয়ে সু-সময়ের অতিথি দের কমিটি থেকে বহিষ

Powered by themekiller.com