Breaking News
Home / Breaking News / ফরিদগঞ্জে ৮৫ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ

ফরিদগঞ্জে ৮৫ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ

আবু হেনা মোস্তফা কামাল:
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়রম্যান আবু সাহেদ সরকার বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নানা কর্মকান্ড অব্যাহত রেখেছেন। তারই অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে হাসিনার সরকার সদা সচেষ্ট থেকে নিরলসভাবে কাজ করছেন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, চাকরি ভাতা প্রদানসহ নানা সহায়তা অব্যাহত রেখেছেন। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা সদরস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’, ফরিদগঞ্জ এর ব্যবস্থাপনায় ৮৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন ও সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভা মেয়র মাহফুজুল হক।

বিতরণকৃত ১০ ধরনের উপকরনের মধ্যে ছিলো হুইল চেয়ার ৫৫টি, অক্সিলারি ক্রাচ ৩টি, ওয়াকার ২টি, স্ট্যান্ডিং ফ্রেম ১টি, কর্ণার চেয়ার ৩টি, টয়লেট চেয়ার ৪টি, হিয়ারিং এইড ৫টি, ট্রাই সাইকেল ৫টি, সাদা ছড়ি ২টি, এলব্রো ক্রাচ ৫টি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সেবা কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এ কে এম লোকমান হেকিম। অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন পরিচলাক ডিপিওডি, চাঁদপুর জেলা মমতাজ উদ্দিন মিলন। সেবা কেন্দ্রের কনসালট্যান্ট ফিজিওথেরাপি প্রীতি লাল সাহা, ক্লিনিক্যাল ফিজিওথেরাপি নূসরাত ইয়াছমিন, থেরাপি সহকারী হিজবুল বাহার।

Powered by themekiller.com