Breaking News
Home / Breaking News / কাদেরকে দেখতে বিএসএমএমইউতে রাষ্ট্রপতি

কাদেরকে দেখতে বিএসএমএমইউতে রাষ্ট্রপতি

বিশেষ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অসুস্থ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখে এসেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ রোববার বিকেল ৪টা ১৭ মিনিটে রাষ্ট্রপতি বিএসএমএমইউতে পৌঁছান এবং ৪টা ৩৮ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বার্তা সংস্থা ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাষ্ট্রপ্রধান প্রায় ২০ মিনিট হাসপাতালে অবস্থান করেন।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের শারীরিক অবস্থার খোঁজ নেন রাষ্ট্রপতি। চিকিৎসকরা সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে তাঁকে জানান।
আবদুল হামিদ উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ এর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন সেতুমন্ত্রী। এনজিওগ্রামের পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে বলে জানান চিকিৎসকরা।
বিএসএমএমইউ কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী আহসান বলেন, ‘কাদেরের অবস্থা সংকটাপন্ন। তিনি শঙ্কামুক্ত নন।’

Powered by themekiller.com