Breaking News
Home / Breaking News / রোনালদোহীন রিয়ালের শক্তি নিয়ে মেসির প্রশ্ন

রোনালদোহীন রিয়ালের শক্তি নিয়ে মেসির প্রশ্ন

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছাড়তে পারেন, এমনটি ভাবতেও পারেননি বার্সার লিওনেল মেসি। বিস্মিত মেসি এতদিন বাদে বলছেন, সিআরসেভেন চলে যাওয়ার পর রিয়াল আর আগের মতো শক্তিশালী দল নেই।

৩৩ বছর বয়সী রোনালদো ১০০ মিলিয়ন ইউরোতে বিশ্বকাপের পর ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন। ৯ বছর স্পেনে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। দুজনে উপহার দিয়েছেন স্মরণীয় সব রেকর্ডের পসরা।

রোনালদোকে ছাড়া রিয়াল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ইউরোপিয়ান সুপার কাপ হেরেছে। কিন্তু লিগে দারুণ শুরু করেছে। টানা তিন ম্যাচে জয় তাদের।

স্পেনের একটি রেডিওর সঙ্গে আলাপকালে মেসি বলেন, ‘রিয়াল বিশ্বের অন্যতম সেরা দল। তাদের ভালো স্কোয়াড আছে। কিন্তু এটা পরিষ্কার যে রোনালদোর অনুপস্থিতিতে তারা অতটা ভালো দল নেই। এবং এখন পরিষ্কারভাবে জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট হবে।’

রোনালদোর ক্লাব ছাড়ার প্রসঙ্গ উঠলে মেসি বলেন, ‘আমি অবাক হয়েছিলাম। কল্পনা করতে পারিনি। অনেক ক্লাবই তাকে চেয়েছিল। কিন্তু এই চলে যাওয়া আমাকে অবাক করেছিল।’

শেষ পাঁচ বছরে রোনালদো রিয়ালের হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। মেসিও চারবার জিতেছেন। কিন্তু সেই ২০১৫ সালের পর থেকে আর জিততে পারেননি। এবার আবার জেতার প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘এখন আবার সময় এসেছে। শেষ তিনবার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছি। বিশেষ করে শেষ মৌসুমে রোমার বিপক্ষে হার আমাদের আহত করেছিল। কিন্তু আমাদের ভালো একটি দল আছে। আবার জেতার লড়াইয়ে নামতে পারি।’

Powered by themekiller.com