Breaking News
Home / Breaking News / চাঁদপুরে বৃষ্টির পানির নিচে ১২শ হেক্টর জমির আলু

চাঁদপুরে বৃষ্টির পানির নিচে ১২শ হেক্টর জমির আলু

নিজস্ব প্রতিনিধিঃ

চাঁদপুরে ১২শ হেক্টর জমির আলু বৃষ্টির পানিতে আক্রান্ত হয়েছে। এসব আলু কোল্ড স্টোরেজে রাখা যাবে না এবং বীজও করা যাবে না। বুধবার (২৭ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন স্থানে দেখা গেছে, কৃষকরা ব্যস্ত পানি থেকে আলু ছেঁকে উঠানোর কাজে। আবার অনেকে ফসল রক্ষা করতে পানি সরাচ্ছেন।
চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি এলাকার কৃষক মিজান খান বলেন, ‘গত কয়েক বছর আলু চাষ করে আমরা লোকসানের মুখে রয়েছি। তারপরও এবার আলু চাষ করেছি। ফলনও এবার ভালো হয়েছিল। কিন্তু, বৃষ্টিতে সব ফসলই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এবারও আমরা লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছি।’
মতলব দক্ষিণের করবন্দের হাসান মিজি বলেন, ‘আলু তুলে ঘরে নিতে পারবো কিনা, হতাশায় রয়েছি।’
চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আব্দুর রশিদ বলেন, ‘আমি আজ সারাদিন মাঠে ছিলাম। সদর উপজেলা, কচুয়া, হাজীগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণসহ সবখানেই আমরা গিয়েছি। বৃষ্টিতে আলু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবহাওয়া অফিস আমাদের জানিয়েছিল, ২৪ থেকে ২৭ তারিখ বৃষ্টি হতে পারে। এ তথ্যটি আমরা কৃষকদেরও জানিয়েছি। এর ফলে মতলব দক্ষিণসহ কয়েকটি জায়গায় অনেকেই আলু উত্তোলন করেছেন। কোথাও কোথাও কোল্ডস্টোরেজ বন্ধ থাকার কারণেও আলু উত্তোলন করা কম হয়েছে। তারপরও মোটামুটি ৫৫ ভাগ আলু উঠানো হয়ে গেছে। যেসব আলু জমিতে রয়ে গেছে, সেগুলো বুধবারের বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়। যেসব জমিতে পানি জমে গেছে, সেখানে কৃষকদের বলেছি, দ্রুত পানি অপসারণ করার ব্যবস্থা নিতে।’
উপপরিচালক মো. আব্দুর রশিদ জানান, চাঁদপুরে এবার ১০ হাজার ৫শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষাবাদ হয়েছে ৮ হাজার ৮শ হেক্টর জমিতে। এরমধ্যে ১২শ হেক্টর জমির আলু বৃষ্টির পানিতে আক্রান্ত হয়েছে। এসব আলু কোল্ডস্টোরেজে রাখা যাবে না। বীজও করা যাবে না। আমরা বলেছি, কৃষকরা যেন এগুলো বিক্রি করে ফেলে।
ক্রেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন সবাই পুরনো আলু না কিনে নতুন আলু কিনলে আমাদের কৃষকরা বাঁচবে।’

Powered by themekiller.com