Breaking News
Home / Breaking News / কচুয়ায় অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদের মাঝে কম্বল বিতরন

কচুয়ায় অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদের মাঝে কম্বল বিতরন

মফিজুল ইসলাম বাবুলঃ

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর খানেকা বাড়ির ৫টি বসত ঘর,২টি পাকের ঘর ও ১ লাকড়ির ঘর অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে । আজ সোমবার কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ এর নির্দেশে অগ্নিকান্ডের ঘটনার স্থান পরিদর্শন করলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশিকুর রহমান।পরে নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্থদের তালিকা ভিত্তিতে কড়ইয়া ইউপি ১নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির সরকারের মাধ্যমে প্রথমত ১০টি কম্বল বিতরনের জন্য দায়িত্ব প্রধান করেন। জাকির সরকার সন্ধায় ক্ষতিগ্রস্থদের এ ১০টি কম্বল বিতরন করেন। এসময়ে উপস্থিত ছিলেন,চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট কলেজ শাখা সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান প্রমুখ। উল্লেখ্য যে, রবিবার বাদ মাগরিব গ্যাস সিলিন্ডার বিস্ফারণে ও ঘর গুলো পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলা নির্বাহী অাফিসার নীলিমা আফরোজ জানান,ক্ষতিগ্রস্থদেরকে পরিবর্তিতে সরকারের ত্রান তহবিল থেকে ঢেউটিন এবং নগদ অর্থ প্রধান করা হবে।

Powered by themekiller.com