Breaking News
Home / Breaking News / সংবাদ প্রকাশিত হওয়ায়… আবারো নির্যাতনের শিকার সহোদর বড় ভাই শহিদউল্লাহসহ তার পরিবার

সংবাদ প্রকাশিত হওয়ায়… আবারো নির্যাতনের শিকার সহোদর বড় ভাই শহিদউল্লাহসহ তার পরিবার

অফিস প্রধানঃ মফিজুল ইসলাম, বাবুল, কচুয়া।
কচুয়া উপজেলায় সহোদর ছোট ভাইদের নির্যাতনে শিকার বড় ভাই শিরোনামের একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,বাংলারমমুখ নিউজ২৪ অনলাইন এবং স্থানিয় ১টি পত্রিকায় প্রকাশ পাওয়ায় আবারো নির্যাতনের শিকার হলেন বড় ভাই শহিদউল্লাহসহ তার স্ত্রী মরিয়ম বেগম ও দত্তক কন্যা হাসনা আক্তার মিমি। নির্যাতিত পরিরাবের সদস্যরা জনান, সাংবাদিক কেন বাড়িতে আসলো এবং প্রকাশিত সংবাদের সুত্র ধরে আজ শনিবার সকালে সহোদর ছোট ভাই অহিদউল্লাসহ তার পরিবারের লোকজন ঘরে এসে তাদের উভয়দেরকে কিল, ঘুষি,লাথি এবং লাঠি-চঠা দিয়ে মারধরের মধ্যে লুটতরাজ করে। স্থানিয় লোকজনদের সহতায় তারা আত্মরক্ষা ফেয়ে চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অভিযুক্ত সহোদর অহিদউল্লাসহ তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেছেন। এব্যাপারে অভিযোগকারী শহিদউল্লাহ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জনান।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার রহিমানগর বাজার সংলগ্ন ধামাই গ্রামের মৃত আঃ রবের বড় পুত্র শহিদউল্লাহ নিঃসন্তান থাকায় তার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল এবং পরিবারটিকে নিঃশেষ করার জন্য ছোট ভাইদের দীর্ঘবছর থেকে নির্মম নির্যাতনের শিকার হয়ে আসছে বলে অভিযোগের ভিত্তিতে স্থানিয় সংবাদকর্মীরা ২২ ফেব্রুয়ারি শুক্রবার সরেজমিনে গিয়ে উভয় পক্ষের তথ্য বক্তব্যের মধ্যে ওই শিরোনামের সংবাদটি প্রকাশ পায়।

Powered by themekiller.com