Breaking News
Home / Breaking News / বেনাপোলে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ী ও ঔষধের চালান আটক

বেনাপোলে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ী ও ঔষধের চালান আটক

বেনাপোল প্রতিনিধি : খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনস্থ পুটখালী বিওপি’র ক্যাম্পের একটি টহল দল ২২ ফেব্রুয়ারী (শুক্রবার) ১১ টার সময় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও ঔষধের চালান আটক করছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বারপোতা গ্রামস্থ মাঠের মধ্যে অভিযান চালিয়ে ১১ গাইটে থাকা ১৯০ পিস বিভিন্ন প্রকারের উন্নতমানের ভারতীয় শাড়ী, ৭০ হাজার পিস ডাইক্লোপার এম ট্যাবলেট এবং ৫ লক্ষ ৯০হাজার পিস ঈঊঘওক-ত ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মালামালের মূল্যমান ৩০লক্ষ টাকা।
খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, বেনাপোল পোর্টথানাধীন বারোপোতা সীমান্ত থেকে ১১ গাইটে থাকা ১৯০ পিস বিভিন্ন প্রকারের উন্নতমানের ভারতীয় শাড়ী, ৭০ হাজার পিস ডাইক্লোপার এম ট্যাবলেট এবং ৫ লক্ষ ৯০হাজার পিস ঈঊঘওক-ত ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টস হাউসে জমা দেওয়া হয়েছে।

Powered by themekiller.com