Breaking News
Home / Breaking News / বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় মোবাইলসহ পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় মোবাইলসহ পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি : যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ২২ ফেব্রুয়ারী (শুক্রবারা) দুপুর ৩ টার সময় বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর গ্রাম থেকে বিপুল পরিমান ভারতীয় মোবাইলসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর গ্রামে এক পাসপোর্টযাত্রী বিপুল পরিমান ভারতীয় মোবাইলসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল ক্যাম্পের কোম্পানী কমন্ডার সুবেদার মিজানুর রহমানের নেতৃত্ব অভিযান চালিয়ে ভারতীয় উন্নত মানের ৩৩ পিস মোবাইলসহ মোঃ আরিফ হোসেন (৩৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। তার পাসপোর্ট নং- বি ডাব্লিউ-০৪২০৩০৯। আটক আরিফ ঢাকা জেলার দক্ষিন কেরানিগঞ্জ থানার ফজলুল হকের ছেলে। আটককৃত ভারতীয় মোবাইলের আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৩০ হাজার টাকা বলে বিজিবি জানায়।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর এলাকা থেকে ৩৩ পিস ভারতীয় মোবাইলসহ আরিফ হোসেন নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃতকে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোর্পদ করা হবে।

Powered by themekiller.com