Breaking News
Home / Breaking News / খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন দ্গ্ধ

খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন দ্গ্ধ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি সদর উপজেলার খবংপুড়িয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে খবংপুড়িয়া গ্রামের ইয়ংস্টার ক্লাবের সামনের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন ভুবন বিকাশ চাকমা (৫০), আবদুল হামিদ (২৩), মো. জমির (২২), মাহমুদ উল্লাহ, নিউটন চাকমা, মহিরঞ্জন চাকমা ও তাঁর স্ত্রী মিনতি চাকমা।
এলাকাবাসী জানায়, জেলা সদরের খবংপুড়িয়া গ্রামের ইয়ংস্টার ক্লাবের সামনে ভাড়া দোকানের একটিতে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে পাশের মুদি দোকানে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রীসহ সাতজন দ্গ্ধ হন। বিস্ফোরণের ঘটনায় দোকানঘরের দেয়াল ভেঙে যায়। ইয়ংস্টার ক্লাবের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে আগুন নেভান। ঘটনার পরই দ্গ্ধদের খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কাদের জানান, ‘ভোর সাড়ে ৪টার দিকে আমরা একটি অগ্নিকাণ্ডের খবর পাই। দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি অনেকগুলো গ্যাস সিলিন্ডার মজুদ আছে। সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে গেছে। আমরা সঙ্গে সঙ্গেই পানিবাহী গাড়ি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সিলিন্ডার বিস্ফোরণে দোকানঘরের চারপাশের দেয়াল ভেঙে গেছে।’
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা বলেন, ‘এখানে মোট সাতজন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে একজন মহিলা ও বাকিরা পুরুষ। চারজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছি।’
কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন।

Powered by themekiller.com