Breaking News
Home / Breaking News / ফরিদগঞ্জে বিকেএসপির মতো একটি প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে সংসদে তুলবো’

ফরিদগঞ্জে বিকেএসপির মতো একটি প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে সংসদে তুলবো’

আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ: : সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, ফরিদগঞ্জে বিকেএসপির মতো একটি প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে সংসদে তুলবো। তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারে জাতীয় দলের মতো খেলোয়াড়। মরহুম আইয়ুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আপনারা যার তার নামের সঙ্গে মাটি ও মানুষের নেতা বলবেন না। এই যে বিশাল শিক্ষা প্রতিষ্ঠান যিনি করে দিয়ে গেছেন তিনিই মাটি ও মানুষের নেতা, অন্য কেউ নয়। তিনি বলেন, এখানে আমি বোধ হয় দ্বিতীয়বারের মতো এলাম। আপনারা জানেন, সেই ২০০৮ সালে তারা কিভাবে আমাকে হারিয়ে দিলো। সেটা বলার দরকার নেই। যারা হারায় তারাই মানুষের নাম সুনাম চুরি করে। তারাই নিজেদের কিছু না থাকলে অন্যেরটা গায়ে লাগায়। আমি এ ব্যপারে আর কিছু বলতে চাই না।

তিনি দুর্নীতি ও নির্যাতনের ইঙ্গিত করে আরও বলেন, এবার তো কিছুই হয়নি। তবুও দু’একটা খবর আছে আমার কাছে, আমার নাম বলে কেউ কেউ হয়তো মানুষকে হুমকি ধমকি দিতে চায়। আমি অনুরোধ করবো আপনারা এ কাজটি করবেন না। কারণ যারা অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদের ভরাডুবি ও পরাজয়ই হচ্ছে আমাদের প্রতিশোধ। আমরা ভালো কাজ করলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। কেউ ঠেকাতে পারবে না। আগামী পাঁচ বছরে ওই খড়কুটো ও দুর্নীতিবাজরা ডাকাতিয়ার জোয়ারের পানির সাথে ভেসে যাবে। এদিকে, ফাইনাল খেলায় ট্রাইবেকারে রা…

Powered by themekiller.com