Breaking News
Home / Breaking News / কোচিং চললে কঠোর ব্যবস্থা চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটি সভায় জেলা প্রশাসক

কোচিং চললে কঠোর ব্যবস্থা চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটি সভায় জেলা প্রশাসক

ষ্টাফ রির্পোটারঃ

চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পাচারকারীদের গুরুত্বপূর্ণ রুট হলো নদীপথ। এ পথে তেল, মাদকসহ বিভিন্ন জিনিস পাচার হচ্ছে। এজন্য সবাইকে কাজ করতে হবে। কোস্টগার্ড শুধু মাছ ধরলেই হবে না, পাচারকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে হবে।
তিনি কোচিং সেন্টার সম্পর্কে বলেন, শিক্ষামন্ত্রীর বাড়ি চাঁদপুর। তাই তার নিজের জেলায় কোথাও কোন অনিয়ম হতে দেয়া যাবে না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে চাঁদপুর জেলা প্রশাসন কোচিং সেন্টার বন্ধে অভিযান পরিচালনা করেছে। চাঁদপুরে এখন কোন কোচিং সেন্টার চলে না। আর যদি কোথাও কোন কোচিং সেন্টার চলে তাহলে আপনারা আমাদের জানাবেন। আমরা ব্যবস্থাগ্রহণ করবো।
বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসক বলেন, আমাদের একটি গ্রাউন্ড প্রয়োজন। শিঘ্রই ব্যবস্থা নেয়া হবে। সড়ক দুঘর্টনা কমছে না। তা কমিয়ে আনতে যা করণীয় সেগুলো করতে হবে। শহরে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান করা হয়েছে। নিয়মিত এ ধরনেরর অভিযান করতে হবে। এছাড়া রাস্তার উপর ভ্যানগাড়ি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গ্রাম আদালতের কার্যক্রম আরো জোরদার করতে হবে। ট্রাক্টর রাস্তায় চলাচলের জন্য তৈরি হয়নি। তাই ট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সুপার মো. জিহাদুল করিম বলেন, আমরা বিভিন্ন স্থান থেকে অবৈধ গাড়ি আটক করছি। তবে গাড়ি রাখার জায়গা নেই। চাঁদপুর মডেল থানায় কয়েকদিন আগে ৪৮ জন মাদক ব্যবসায়ী, বহনকারী, সেবনকারী আত্মসমর্পণ করেছে। তাদের আমরা মনিটরিং করছি। মাদকের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বড় ধরনের নির্দেশনা আসছে। এই যুদ্ধে সফলতা আসতে হলে সবাইকে একত্রে কাজ করতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, চাঁদপুর শহরে কোন যানজট নেই। তবে মাঝে-মধ্যে কিছু গাড়ি মোড়ে মোড়ে রেখে যাত্রী ওঠা-নামা করায় দুর্ভোগ হয়। ট্রাকঘাট নামক স্থানে এক ধরনের অনাচার করা হয়। রাস্তা-ঘাট নষ্ট করা হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে এখানে কোন ইট-বালু ট্রাকের ব্যবসা করা যাবে না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী বলেন, দ্রুত ট্রাক্টর চলাচল বন্ধ করা প্রয়োজন। কারণ ট্রাক্টর গ্রামীণ রাস্তাগুলো নষ্ট করে ফেলছে। ট্রাকঘাটের ইট-বালু ব্যবসাটি বন্ধ করতে হবে। বিভিন্ন পাড়া-মহল্লায় বাড়িতে-বাড়িতে মাদ্রাসা গড়ে উঠছে। সে বিষয়ে ব্যবস্থা নেয়া জরুরি।
বিগত মাসের কার্যবিবরণী পাঠ ও অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জি এম মুজিবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ অ্যাড. শেখ জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা আফরোজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ কে এম মাহাবুবুর রহমান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম আজিম উদ্দিন, এনএসআই’র উপ-পরিচালক এ বি এম ফারুক হোসেন, জেলা পাসপোর্ট অফিসার তাজ বিল্লাহ, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-সহকারী কাজী সুমন, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Powered by themekiller.com