Breaking News
Home / Breaking News / চাঁদপু‌রে সা‌রোম্ব‌রে বিদ্যা দেবী সরস্বতীর অারাধনা

চাঁদপু‌রে সা‌রোম্ব‌রে বিদ্যা দেবী সরস্বতীর অারাধনা

অ‌ভি‌জিত রায় ।। ‌বিদ্যার্থী‌দের অঞ্জলী গ্রহনের মধ্য দি‌য়ে উৎসব মুখর প‌রি‌বে‌শে সরস্বতী পূজা অনু‌ষ্ঠিত হ‌চ্ছে। সরা‌দে‌শের ন্যায়‌ চাঁদপু‌রে শিক্ষা প্র‌তিষ্ঠান, ম‌ন্দির ও বি‌ভিন্ন সং‌ঘের পূজারীরা সা‌রোম্ব‌রে দেবী অারাধনা কর‌ছে।

রোববার অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা হ‌য়ে অাস‌ছে। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। পূজার পরের দিনটি শীতলষষ্ঠী নামে পরিচিত।

পূজা‌কে ঘি‌রে বিদ্যার্থীরা বেশ ক‌য়েক‌দিন নিঘূম রাত কা‌টি‌য়ে অাস‌ছে। চাঁদপু‌রের বি‌ভিন্ন ম‌ন্দির ছাড়াও অস্যংখ মন্ড‌পে পূজা অনু‌ষ্ঠিত হ‌চ্ছে। বি‌শেষ ক‌রে চাঁদপুর জেলা শহ‌রে পূজার অাড়ম্বর চো‌খে পড়বার ম‌তো। পূজার পর‌দিন বি‌কে‌লে সকল মন্ড‌পের প্রতীমা শহ‌রের হাসান অালী‌ স্কুল মা‌ঠে এক‌ত্রিত হ‌বে। সেখান থে‌কে হাজা‌রে ভ‌ক্তের ও বিদ্যার্থী‌দের সমন্ব‌য়ে বের হ‌বে শোভাযাত্রা।

পূজা‌কে সুন্দর ও সম্প্রী‌তিপূর্ন কর‌তে জেলা‌ প্রশাসন ও পু‌লিশ বিভাগ ব্যাপক প্রস্তু‌তি গ্রহন ক‌রে‌ছে। প্রশাস‌নের সা‌থে সার্বক্ষ‌নিক সমন্বর কর‌ছে জেলা‌ পূজা‌ উদযাপন প‌রিষ‌দের নেতৃবৃন্দ।

এবছর জেলা শহ‌রের শ্রীশ্রী রাম কৃষ্ণ অাশ্রম, শ্রীশ্রী গোপাল জিউড় অাখড়া, শ্রীশ্রী কালী বা‌ড়ি ম‌ন্দির, গোয়া‌খোলা কু‌ন্ডের বাড়ি মন্দির, মির্নাভা পূজা মন্ডপ, ‌কোড়া‌লিয়া সাহা ব‌াড়ি, কদমতলা গুহ বা‌ড়ির ম‌ন্দির, লে‌কের পা‌ড়ে মজুমদার বা‌ড়ির দুর্গা মন্ডপ, ঘোষ পাড়া দুর্গা মন্ডপ, পুরান বাজার হ‌রিসভা দুর্গা মন্ডপ, নতুন বাজারের পালপাড়ার শীতলা মা‌য়ের ম‌ন্দির, প্রতাপ সাহা রো‌ডে দুর্গা ম‌ন্দির, লোকনাথ বাবার ম‌ন্দির, গাঙ্গুলী পাড়ার পূজা মন্ডপ, প্রতাপ সাহা রো‌ডের মাতৃ সংঘ, পুরান বাজা‌রের নিতাইগঞ্জ পূজা মন্ডপ, জোড়পুকুর পাড় পূজা‌মন্ডপ, মু‌ন্সেফ পাড়া পূজা মন্ডপ, রামপুর ইউ‌নিয়‌নের পূর্ন চন্দ্র রা‌য়ের বা‌ড়ির বীনা সংঘ, পান্ন বা‌ড়ি, তমল রা‌য়ের বা‌ড়ি, মনসা বা‌ড়ি, ঠাকুর বা‌ড়ি, শীল বা‌ড়ি, মহামায়া সূত্রধর বা‌ড়ি, দত্ত বা‌ড়ি, চরবা‌কিলা‌ হ‌রিসভা,রামপুর দাস বা‌ড়ি, অালগী দাস বা‌ড়িসহ চাঁদপু‌রের অাট‌টি উপ‌জেলায় ক‌য়েকশত মন্ড‌পে পূজা অনু‌ষ্ঠিত হ‌চ্ছে।

Powered by themekiller.com