Breaking News
Home / Breaking News / পদ্মায় বাঁধ দিয়ে মাছ শিকার, নজর নেই প্রশাসনের

পদ্মায় বাঁধ দিয়ে মাছ শিকার, নজর নেই প্রশাসনের

বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরসালেপুর এলাকায় পদ্মা নদীতে অবৈধ বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করে চলছেন স্থানীয় প্রভাবশালীরা। গত এক মাস তাঁরা অবৈধভাবে এই বাঁধ দিয়ে মাছ শিকার করলেও তা প্রশাসনের নজরে আসছে না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গোপালপুর থেকে মৈনট ঘাটে যাওয়ার পথে চরসালেপুর এলাকায় প্রায় দেড় হাজার মিটার আড়াআড়িভাবে কয়েক হাজার বাঁশ পুঁতে অবৈধ বাঁধ দেওয়া হয়েছে। নদীর মূল প্রবাহে আড়াআড়িভাবে তৈরি করা বাঁশের বাঁধের সঙ্গে জাল দিয়ে প্রতিদিন অবৈধভাবে মাছ শিকার চলছে। বাঁধের কারণে পানির স্বাভাবিক প্রবাহ, মাছের অবাধ বিচরণ ও নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন বাঁধে রুই, কাতলা, চিতল, পাঙাশ, বোয়ালসহ জাটকা ইলিশ ধরা পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থে পদ্মায় অবৈধভাবে মাছ শিকার করছে। এ জন্য এলাকার বৈধ মৎস্যজীবীরা তাঁদের জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছে।
বাঁধের বিষয়ে জানতে চাইলে চরঝাউকান্দা ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ মৃধা বলেন, ‘পদ্মায় অবৈধ বাঁধ দিয়ে মাছ ধরার বিষয়টি আমি জানি না। কেউ যদি করে থাকে, তবে কাজটি ঠিক করেনি।’ তিনি আরো জানান, অবৈধ বাঁধের বিষয়টি তিনি উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানিয়েছেন।

বাঁধ দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাঁধের মালিক কাসেম মেম্বার বলেন, ‘আমরা বাঁধটি উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রশাসনের অনুমতি ছাড়াই দিয়েছি। তবে আমরা, বাঁধের মালিকরা সিদ্ধান্ত নিয়েছি, বাঁধটি আর আমরা রাখব না। আপনারা নিউজ কইরেন না। দু-একদিনের মধ্যে আমরা বাঁধটি উঠিয়ে ফেলব।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভির হোসেন বলেন, ‘নদীতে বাঁধটির বিষয়ে আমি জানি না। তা ছাড়া নদীতে এভাবে অবৈধভাবে বাঁধ দেওয়ার কোনো সুযোগ নেই।’
মৎস্য কর্মকর্তা আরো বলেন, ‘১৯৫০ মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, নদীতে আড়াআড়িভাবে বাঁধ দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। আমরা অতি শিগগিরই তদন্ত করে দু-একদিনের মধ্যে বাঁধটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, ‘বাঁধটির বিষয়টি আমি আজকেই জানলাম। আমি এ বিষয়ে মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। অতি শিগগির আমরা মোবাইল কোর্টের মাধ্যমে বাঁধটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Powered by themekiller.com