Breaking News
Home / Breaking News / মতলব দক্ষিণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটরাই আগামীদিনে নেতৃত্ব দিবে ………….উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম

মতলব দক্ষিণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটরাই আগামীদিনে নেতৃত্ব দিবে ………….উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার ঃ মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম বলেছেন, স্কাউটরাই আগামীদিনের নেতৃত্ব দিবে। স্কাউটরা তাদের এ প্রশিক্ষণলব্দ জ্ঞান অর্জন করে জাতি গঠনে ভূমিকা রাখবে। কাবিং করবো, সুন্দর জীবন গড়বো। এ প্রত্যাশা রেখেই কোমলমতী শিশুরা এগিয়ে যাবে। আজ ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলা স্থান দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় মতলব কচি-কাঁচা মেলা মাঠে বাংলাদেশ স্কাউট মতলব দক্ষিণ উপজেলা শাখা আয়োজিত ক্যাম্পুরী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এ সময় বক্তব্য রাখেন, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সম্পাদক ফারুক বিন জামান, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল। অনুষ্ঠানটি পরিচালনা করেন, কামরুল ইসলাম নিপু। এ সময় উপস্থিত ছিলেন, স্কাউট সম্পাদক বিউটি বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ স্কাউটের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ। সমাবেশে ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

Powered by themekiller.com