Breaking News
Home / Breaking News / এমন মানুষ চাই♥♥

এমন মানুষ চাই♥♥

♥নিপুন জাকারিয়া::

♥ভোর হলো, দুর খোল, খুকু-মনি উঠরে, সময় করে জাগিয়ে দিবে, তাকে পাবো আর কবে। রাত পোহালো, সকাল হলো, নাস্তা খাবে নাকো, সময় মত বলবে এমন, মানুষ পেলাম নাতো । কাজ করিতে যাবে কখন, বেলা বয়ে যায়, বলবে আমায় আপন করে, এমন কেহ নাই ।

সবার আছে, এবার আমার এমন মানুষ চাই।

♥ তীব্র শীতে ঠান্ডা যেনো ধরছে চেপে গাঁয়, গরম পানির কুসুম জলে, আলতো করে, আদর করে, শরীল ঢলে, গোসল দিবে, এমন মানুষ কোথায় পায়।

সবার আছে, এবার আমার এমন মানুষ চাই।

♥কাজে গেলে বার বার নেই না কেহ খোজঁ, কেমন আছো, কোথায় আছো, ফিরবে কখন, কি করছো, ফোন করে না রোজ। কিছু সময় মিথ্যা বলা, মিথ্যা নিয়ে ঝগড়া করা, হয় না তো আর রোজ।

♥ষাড়ের মতো চেচাঁয় না, ধমক দিয়ে বলে না, দুপুর যাচ্ছে চলে। আজকে তুমি বাড়ী আসো, খবর আছে বলে।

♥ সকাল থেকে রাত অবদি অনেক ফোনই বাজে, আসো তুমি ঘুরতে যাবো, চুলগুলি শুকাতে দিবো, অজানা কোন দেশে যাবো, বাইকেতে বসে। এমন করে মিষ্টি কথা বলে না কেউ হেসে। বুকের মাঝে লুকায় না, লজ্জায় মুখ ডাকে না, এমন মানুষ চাই।

সবার আছে, এমন মানুষ কোথায় বলো পাই।

♥ শীতের বেলা গরম পিঠা, হয়নি আমার খাওয়া, বানিয়ে দিবে, খাইয়ে দিবে, এমন বন্ধু এই জগতে, কোথায় যাবে পাওয়া।

♥কাপড় ধোয়াঁ, ঘর ঝাড়ু , ঘরের সকল কাজ, করে দিবে এমন বন্ধু পাশে নেই তো আজ।

♥ নতুন করে সাজিয়ে দিবে, বলবে মিষ্টি হেসে, এই পোষাকটা পড় তুমি, লাগবে ভালো বেশে ।

সবার আছে, এমন মানুষ এবার আমি চাই।

♥বাইনা ধরবে এটা আনো, খেতে চাচ্ছে মন, বলবে কবে সোহাগ করে এমন আপনজন।

♥রাত্রি বেলা দেরি হলে খোলবে না আর গেট, ঘরে আছে সোহাগীনি, আমি বাইরে রেস্ট। তালা-চাবির এই জগতে আমি এখন ক্লান্ত । জীবন ঘন্টা হারিয়ে যাচ্ছে, একদিন হবো শান্ত ।

সবার আছে, আমার এবার এমন মানুষ চাই♥♥♥

Powered by themekiller.com