Breaking News
Home / Breaking News / কচুয়ার আইনগিরীতে ৩২প্রহর ব্যাপি হরিনাম সংকৃীর্তন

কচুয়ার আইনগিরীতে ৩২প্রহর ব্যাপি হরিনাম সংকৃীর্তন

অফিস প্রধান মফিজুল ইসলাম বাবুল কচুয়াঃ
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে গত ৩০ জানুয়ারী শ্রী মদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে শুরু হয় ৩২ প্রহর ব্যাপি শ্রী শ্রী তারকভ্রহ্ম হরিনাম সংকৃীর্তন। আসছে ৪ ফেব্রুয়ারী সোমবার ব্রহ্মমুহুর্তে নামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর পরিক্রমা ও অতপর মহন্ত বিদায়ের মধ্য দিয়ে হরিনাম সংকীৃর্তন এর সমাপ্তি ঘটবে ।
শ্রীরাম পরিবেশনায় খুলনা,বরিশাল,সাতক্ষিরা, ভোলা ও পটুয়াখালির বেশ কয়টি নামকরা সম্প্রদায় অংশ নিচ্ছে । প্রতিদিন এলাকার শত শত সনাতন র্ধমী সম্প্রদায়ের লোকজন এ হরিনাম সংকৃীর্তন অনুষ্ঠানে যোগদান করে । বিশেষ করে সন্ধার পর পরই উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দের উপস্থিতিতে রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গন অভুতপূর্ব মিলন মেলায় পরিনত হয় । এ রাধাগেবিন্দ মন্দির প্রাঙ্গনে প্রতি বছরই দক্ষ ও অভিজ্ঞ কমিটি কর্তৃক পরিচালিত হয়ে আসা সংকীৃর্তন অনুষ্ঠান এলাকায় প্রচুর সুনাম কুড়িয়ে আসছে। কমিটির সভাপতি পদে সঞ্জয় বনিক , সাধারন সম্পাদক পদে শংকর কর্মকার ও সহ সাধারন সম্পাদক পদে রিপন চন্দ্র র্কমকার দায়িত্ব পালন করছেন ।

Powered by themekiller.com