Breaking News
Home / Breaking News / কচুয়া পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

কচুয়া পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

অফিস প্রধান মফিজুল ইসলাম বাবুল কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে বাৎসরিক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। অাজ শনিবার দুপুরে মিলাদ ও দোয়া শেষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় বিদ্যালয়ের প্রদান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন (বিএসসি)র” সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই মুন্সি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ (রহিমানগর) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান ও পালগিরী গ্রামের কৃতিসন্তান ঢাকা ডেমরা থানা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারন সম্পাদক মোঃ শরিফ মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রহিমানগর বি,এ,বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী, পালগিরী সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুল আউয়াল, ম্যানেজিং কমিটির বিদ্যুৎশাহী সদস্য মাহমুদুল হাসান মুকুল, শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ (রহিমানগর) প্রভাষক, আলী আশ্রাফ, গোহট উত্তর ইউপি সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পক্ষে কামরুন্নাহার, প্রাক্তন ছাত্র মোস্তাফিজুর রহমান জামসেদ, মোশাররফ হোসেন ও রায়হান সবুজ। এস,এস,সি পরীক্ষার্থীদের মধ্যে বিদায়ী বানী পাঠ করেন- তাসরিফুন্নাহার প্রমি ও শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন- আইরিন আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোঃ শাহজালাল (জসিম)।

Powered by themekiller.com