Breaking News
Home / Breaking News / ঢাবি ছাত্রছাত্রীদের সাথে হেজবুত তওহীদের আলোচনা সভা

ঢাবি ছাত্রছাত্রীদের সাথে হেজবুত তওহীদের আলোচনা সভা

ইলা ইয়াসমিনঃ

কাঁটাবনে অবস্থিত গ্লোরিয়াস চাইনিজ রেস্টুরেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভা। সেখানে হেজবুত তওহীদের এমাম হোসাইন মুহাম্মদ সেলিম তাদের সামনে প্রকৃত ইসলামের আকিদা তুলে ধরি। এই জ্ঞানবিজ্ঞান, প্রযুক্তিগত উন্নতির এই অবস্থানে এসে তারা ভাবছে যে এই অগ্রসর সভ্যতা নির্মাণে মুসলমানদের কোনো অবদানই নেই। কিন্তু তা সত্য নয়। এই আধুনিক সভ্যতার ভিত্তি দাঁড়িয়ে আছে মুসলমানদের তৈরি করা বৈজ্ঞানিক আবিষ্কারের উপর। সুতরাং, আমরা আবার সেই অবস্থানে যেতে পারি কিন্তু সেটা করার জন্য আগে আমাদেরকে তওহীদের ভিত্তিতে, এক আল্লাহর হুকুমের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরো বলেন, জাতির এখন মহা দুর্দিন চলছে। একদিকে পরাশক্তিধর অস্ত্রব্যবসায়ী রাষ্ট্রগুলোর মুহূর্মূহু আক্রমণ, অন্যদিকে নিজেদের জাতির মধ্যে কায়েম থাকা ধান্ধাবাজির রাজনীতি, কূপমণ্ডূক ধর্মব্যবসায়ীদের ধর্মের নামে স্বার্থোদ্ধার। ফলে জাতি ভেতরে বাহিরে ভয়াবহ দুর্যোগ ও ধ্বংসের মুখোমুখী। এ অবস্থায় সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে শিক্ষা নেওয়া শিক্ষিত জনগোষ্ঠীকে একটি সঠিক আদর্শের উপর ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। এটাই এখন সবচেয়ে জরুরি কাজ।

Powered by themekiller.com