ইকবাল মুন্না,চট্টগ্রামঃ
গত রোববার (১১ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের হাতে মনোনয়ন ফরম জমা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দীন হাসান চৌধুরী।
১৯৯২ সালে মঈনুদ্দীন হাসান চৌধুরী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন।পরবর্তী তিনি ১৯৯৬ সালে সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে সংসদ নির্বাচন করেছিলেন।
চট্টগ্রাম-১৫ আসন,সাতকানিয়ায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা ও লোহাগাড়ায় ৯টি ইউনিয়ন।
নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে মঈনুদ্দীন হাসান চৌধুরী জানান, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। আগামী নির্বাচনে জনগণ নৌকা মার্কাকে ভোট দিয়ে পুণরায় দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।
আমার দল আওয়ামী লীগ ও সভানেত্রী আমাকে মূল্যায়ন করবেন বলে আশা রাখি। আর আমি মনোনয়ন পেলে নেত্রীর মনের মতো করে চট্টগ্রাম-১৫ আসন সাজাবো।
মঈনুদ্দীন হাসান চৌধুরী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)আসনের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি এই এলাকায় আওয়ামী লীগের হয়ে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড- তুলে ধরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মঈনুদ্দীন হাসান চৌধুরী আরো বলেন,আমি স্কুলজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলাম। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠন ও স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলাম।
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ মতো আমার কর্মকান্ড চালিয়ে ছিলাম।এবার চট্টগ্রাম-১৫ আসনের জন্য দলের কাছে মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে কর্মসংস্থান এবং স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)আসনকে অাধুনিক পর্যায়ে রুপান্তরিত করবো।আওয়ামী লীগের পক্ষ থেকে এ আসনে সৎ যোগ্য নেতৃত্ব দেয়ার জন্য আমি মনে করি চট্টগ্রাম-১৫ আসনে জনগণের কাছে গ্রহণযোগ্য। তার পরেও বলছি মনোনয়ন পেলে জয়ের বিষয়ে শতভাগ আত্ববিশ্বাসী। আর আমাকে দেয়া না হলে যাকেই মনোনয়ন দেয়া হবে নৌকার জন্য কাজ করবো।
বঙ্গবন্ধু কন্যা নতুন বাংলাদেশের জাগরণের জোয়ার তুলেছেন। সেই উন্নয়নের জোয়ারে চট্টগ্রাম-১৫ সাজাতে চাই।সাতকানিয়া-লোহাগাড়া বাসির প্রত্যাশা পূরণে সততার সঙ্গে কাজ করবো, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত আধুনিক সাতকানিয়া-লোহাগাড়া গড়ে তুলবো।