Breaking News
Home / Breaking News / জীবন কতো নির্দয়

জীবন কতো নির্দয়

৫ সন্তানের পিতা বিশিষ্ট অভিনেতা আনোয়ার হোসেন। এক ছেলে থাকেন সুইডেন। বাকী তিন ছেলে ও এক মেয়ে থাকেন আমেরিকায়। জীবনের সব আয় খরচ করেছেন সন্তানদের প্রতিষ্টিত করার পেছনে। পেটের তাগিদে জিবনের শেষ বয়স পর্যন্ত করতে হয়েছে চাকর-বাকরের অভিনয়। মৃত্যুর সময় একটা ছেলে-মেয়েও দেশে আসেননি।বিশিষ্ট কবি আল্ মাহামুদ। দুই সন্তানের পিতা। সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে বিক্রী করে দিয়েছেন বনানীর বাড়িটি। বিদেশ পাঠান দুই ছেলেকে। সে আদরের সন্তানেরা আর ফিরে আসেনি। সব হারিয়ে কবি আজ নীজের গ্রামের বাড়ীতে বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন। দেখার কেউ নেই। এক সময় চলে যাবেন না ফেরার দেশে।
সন্তান মেধাবী হলে বাবা-মা তাদের পেছনে পয়সা খরচ করতে কৃপণতা করেননা। বাড়ী,গাড়ী, সোনা-গয়না বিক্রী করে দেয়। অথচ এই সন্তানগুলিই বড় হয়ে ভাল পজিশনে পৌঁছে মা-বাবাকে কষ্ট দেয়।৯০ % উচ্চ শিক্ষিত, উচ্চ পদস্থ কর্মকর্তা, ডাক্তার, সচিব, সেনা অফিসার, ইঞ্জিনিয়ারের মা -বাবারাই বৃদ্ধাশ্রমে।বিশ্বাস না হলে বৃদ্ধাশ্রমগুলি ঘুরে আসুন।
সংগ্রহ ঃ শাওন পাটোয়ারী

Powered by themekiller.com