Breaking News
Home / Breaking News / পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর কবিতা “চরিত্রহীন”

পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর কবিতা “চরিত্রহীন”

চরিত্রহীন
শ্যামল ব্যানার্জী
১১/০১/২০২৩

হ্যাঁ আমি চরিত্রহীন..
পোষ্টারে পোষ্টারে দেওয়াল গুলো গেছে ছেয়ে,
দ্যাখোনি তা।
এক বেশ্যাকে ভালোবাসার কাহিনি।
এরপরও কি কোনো কথা থাকতে পারে?
আমি চরিত্রহীন সেতো অনেক দিন,
সহজ বাংলায় যাকে বলে, লম্পট দিশাহীন।
বহুদিন বোঝাবার চেষ্টা করেছি আমি,
বোঝোনি তোমরা.. সে দোষ আমার নয়,
তাইতো, আমি এক অর্বাচীন, মানিনি শর্ত যত দ্বিধা হীন।
আমি তো আমার মতন করে করেছি পৃথিবীর রচনা,
আসলে, ঘটনা মানতেই তোমরা পারোনা।
ঘটনাটা কি জানো, ওহোঃ বলবো কাকে?
তোমরা তো আসলে জড় পদার্থ এক অতি সাধারণ।
অন্ধের পিরিত যে না বোঝে তাকে বোঝাবো কেমন।
সঞ্চারী মেঘের আনাগোনা, বুকের পাঁজরে হাঁপর,
টালমাটাল এ মন,
কোথায় যাই?
অবশ্য, সে আছে একজন, যার কাছে,
শান্তির প্রলেপ খুঁজে পাই,
যদিও সে বেশ্যা এখন।
কি করবো বলো, আমি তো চরিত্রহীন
তোমারাই বলেছো বারবার,
চরিত্রহীন বলেই তো সেই বেশ্যা মেয়েকে দিয়েছি সিঁদুর, মর্যাদা
আর অঢেল ভালোবাসা।
এখন সে আমার ঘরের গৃহিনী।
এরপরও যদি কিছু কথা থাকে,
সে কথা থাক না বস্তা বন্দি.
দরকার কি মুখ পোড়ানোর,
আরও কিছু লোক তো আছে যারা ভালোবাসা.. মানে.. বোঝে।
আমি এক চরিত্রহীন.. মানুষকে ভালোবেসে,
এক বেশ্যাকে ঘরে এনেছি বলে যদি আপত্তির তোলপাড় হয়,
সে সমস্যা তোমাদের .,
আমার নয়।।
আমি শুধু জানি, ভালোবাসা মানে না কোনো কারণ,
শুধুই ভালোবাসে অকারণ।

error: Content is protected !!

Powered by themekiller.com