Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “রুগ্ন শতাব্দীর কবিতা”

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “রুগ্ন শতাব্দীর কবিতা”

রুগ্ন শতাব্দীর কবিতা
-আব্দুল্লাহ আল মামুন রিটন

ভিতরের ভগবান যখন বিভোর ঘুমে
বাহিরে তখন ঈশ্বর ভক্তের রক্ত বৃষ্টি।
জখমি শরীর থেকে নুয়ে পড়ে রঙ
সেই রঙ ও দেবতার মেলা বিশ্ব জুড়ে।

আমার কলমেও কিছু শব্দেরা আহত
কিছু মরে পচে গলে গেছে বহু আগে
কিছু শব্দ ধুকছে, কিছু লড়ছে এখনও
যদি এই রক্তক্ষরণ শেষে মুক্তি মেলে!!

অযাচিত নয়, আহত কলমেই লিখলাম,
ঈশ্বর তোমার বর্ণ জ্ঞান যদি থেকে থাকে
তবে রক্ত চক্ষু মেলে হলেও পড়ে নিও
আমার লিখা – এই রুগ্ন শতাব্দীর কবিতা।

Powered by themekiller.com