Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য পড়ুন

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য পড়ুন

বিভাগ-কবিতা
শিরোনাম -বন্ধু
কলমে-প্রদীপ কুমার পাল
তারিখ -১৮-১১-২০২২ খ্রিস্টাব্দ
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””
পায়,বন্ধু দৈবক্রমে বারেক তোমায়।
এক সাথে চলাফেরা, কর্তব্য বাড়ায়।।

সমান সৌষ্ঠব যাচি বান্ধব মন্ডলী।
পরের সুযোগ সাধি হতে চাই বলী।।

নির্বাসনে আত্মা যবে করে পরিতাপ।
নিজের দরদী নিজে দেয় অভিশাপ।।

ভাগ্যের ভ্রুভঙ্গে আর তিরস্কার জ্ব’লে।
যদিও বধির বিধি ভরে উচ্চরোলে।।

তোমার প্রেমের স্মৃতি উৎস অফুরান।
সে-ঋদ্ধির পাশে তুচ্ছ, রাজার সম্মান।।

গুনি জপমালা সম যত দৈন্যবোধ।
যে ঋণ চুকেছে,চাই তার পরিশোধ।।

পূর্ব পরিতাপ জুড়ে দুঃখ তালিকার।
অভিযোগে পীড়া দেয়,আমারে আবার।।

দৈবক্রমে মনে পড়ে তখন তোমায়।
তবে,বন্ধু কষ্ট কাটে,লাভে লয় পায়।।

কিন্তু তুমি অমৃতের উত্তরাধিকারী।
তোমার অক্ষয় চৈত্য চক্ষে বলিহারি।।

আমার সম্ভ্রান্ত কাব্যে কীর্তিস্তম্ভ তব।
তোমার বন্ধনা-পাঠে জিহবা নব নব।।

তুমি রবে বর্তমান এ-লেখুনী ধ’রে।
মানুষের মুখে মুখে অবাধে সঞ্চরে।।

যদিও ছেড়ে যেতে চাও,যেও না তাহলে।
বিনিয়োগ কোরো সূত্রধারের বদলে।।

তোমার বিয়োগ, জানি জাগাবে নির্বেদ।
উপস্থিত গন্য নয়,তার পাশে খেদ।।

অজয় আমার কাছে সুদর্শন সখা।
আজো তোমাতে দেখি বনশ্রী পলাতকা।।

অজাত বাধক্য বন্ধু, অতীত প্রত্যুষ।
সুন্দরের, তুমি যার উত্তর পুরুষ।।

“”””””””””””””””””””” নাটোর”””””””””””””””””””
রচনাকাল -শুক্রবার
১৪ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ
২৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

——————————————–
কবিতাঃ দাদির কবর
কলমেঃ মোঃ দেলোয়ার হোসেন
তারিখঃ ১৮/১১/২০২২ ইং
সিরিয়াল নং ১৬০

মসজিদের’ই পাশেই তোমার
দাদির কবর আছে,
পঁচিশ বছর সযতনে রাখি
দুই নয়নের কাছে।

আর যে দেখি না তোমার দাদির
হাসি মাখা সেই মুখ,
খোদার দেওয়া সে নেয়ামতে আমি
খুঁজেই পেতাম সুখ।

তাঁহার জন্য অঝোর ধারায়
অশ্রু আজ’ও ঝরে,
দোয়া করি রোজ প্রভু যেন তাঁরে
জান্নাতবাসী করে।

শুনো দাদু ভাই বলি যে তোমায়
আমি যে মরার পরে,
জিয়ারত করো দাদির কবর
ছোট্ট মাটির ঘরে।

দাদার মুখের এমন কথায়
চোখে আসে মোর জল,
ছোট্ট বেলায় দাদা দাদি ভাই
ছিলো যে মনের বল।

——————————————–

কবিতা: বন্ধুরা যাচ্ছে চলে
কলমে: আবুল হাসমত আলী
অক্ষরবৃত্ত ছন্দ: ৮+৬
তারিখ: ১৭_১১_২২

বন্ধুরা সবাই একে একে যাচ্ছে চলে,
তারা যাচ্ছে_ সব সেই তারাদের দেশে;
যে দেশ থেকে সকলে এসেছিল ভেসে,
আবার সেই দেশটিতে যাচ্ছে দ্রুততালে।

আমার মন উদাস হয়ে ভেসে থাকে,
যেন, বিষন্ন মনের মাঝে কিছু ঘটছে;
জানিনা_ কেন আঁধার মনে ঘনিয়েছে,
তবে মাঠে-ঘাটে হাটে মন ভরে দুঃখে।

খেলার মাঠে কত না সময় খেলেছি,
মান-অভিমান কত হয়েছে ঝঞ্ঝাটে;
তবু মিলতাম পরের দিন অকপটে,
সেসব_ মনের স্মৃতি থেকে খুঁজে পাচ্ছি।

তারা সব আর আসবে না এই জগতে,
আর আসবে না কখনো হেতা আড্ডা দিতে।

——————————————–

. খোকা খুকুর জন্মদিন
রিনিয়া পলাশ
তারিখ : ১৭.১১.২২
———————————-
আজকে তোমার জন্ম হলো
আজকে জন্মদিন,
দোয়া করি সারাজীবন
হোক তোমার রঙিন।

মায়ের স্নেহে বেড়ে ওঠো
একটু একটু করে,
বাবার আদর নিয়ে তোমার
জীবন সুখে উঠুক ভরে।

ফুলের সুবাস চাঁদের হাসি
তোমার সাথী হবে,
পাখির গানে সুর ছড়াবে
সূর্য কিরণ দেবে।

লেখা পড়া শিখে তুমি
অনেক বড়ো হবে,
সুনাম তোমার ছড়িয়ে যাবে
তোমার খ্যাতি রবে।

দেশ ও দশের সেবা করো
মন- প্রাণ দিয়ে,
তোমার পথে চলবে সবাই
তোমার কর্ম নিয়ে।

——————————————–

। । বেরঙিন মন। ।
—মেঘা ঘোষ

কত মেঘ উড়ে চলে যায় কত পাখি বলে যায় কত কথা
আমার মনের কথা বলে যায়নি কোনোই রুপকথা!
হারিয়েছে কত দিন আগে তাও জানিনা আমি
কোনো একদিন কবিতা লেখেনি,বুঝেছিলাম দামী!
অনিহা অবহেলায় যাকে দূরে সরিয়ে দিয়েছি আগে
সে মন দূরে সরে গিয়েছে,এখন কি ভাল্লাগে?
মন হারিয়ে মন পায়নি খুশি আসেনি তাই—
রঙের মতো ফাগুন নিয়ে সে ভালোবাসেনি আমায়!
এখন শুধু ভাবতে থাকি আর কবিতা আসেনা খাতায়
বিবর্ণ বিস্তৃত সবটা জানে শুধু একান্ত নীরবতা!

——————————————-

বিভাগ – কবিতা
শিরোনাম – সুর ছন্দে বাজবে বীণা
নূপুর আঢ‍্য
১৭/১১/২০২২

মনের ঘরে রঙ লেগেছে
স্বপ্ন ছুঁয়ে আছে,
আজকে শুধু ইচ্ছে হয়
তোমায় পেতে কাছে।

বুঝেও কেন বোঝ না তুমি
এখনো আছো দূরে,
মন আমার বড় উতলা
যায় যে জ্বলে পুড়ে।

এসো না কাছে মিষ্টি হেসে
বাড়িয়ে দাও হাত,
তোমার সাথে মনের সুখে
থাকবো সারা রাত।

দূর আকাশে উঠেছে শশী
ছড়িয়ে দিয়ে আলো,
হারিয়ে গেছে এক নিমেষে
ছিলো যেটুকু কালো।

দুটি হৃদয় পূর্ণ হবে
সর্বাংশে আজ,
সুর ছন্দে বাজবে বীণা
করো না কোন লাজ।

Powered by themekiller.com