Breaking News
Home / Breaking News / বিশিষ্ট কবি সারমিন জাহান মিতুর কবিতা “ঘুমন্ত কবর আমিও”

বিশিষ্ট কবি সারমিন জাহান মিতুর কবিতা “ঘুমন্ত কবর আমিও”

ঘুমন্ত কবর আমিও

সারমিন জাহান মিতু

১৪-১১-২০২২

সুনশান ঘুমন্ত শহর এক ফালি মায়াবী চাঁদ আর জেগে থাকা আমি,

জীবন নামের ছোট্ট গদ্যটা নাড়িয়ে চাড়িয়ে দেখছি আর ভাবছি
কতটা অল্প সময় এই জীবন নিয়ে খেলা – কিন্তু ছোট হলেও এর ওজনটা বেশ ভারী।

কিন্তু আমার তো জীবনের কাছে খুব বেশি কিছু চাওয়ার ছিলো না কোনদিন – আজও চাইনা,

হয়তো মন মেনে নিয়েছে একাকিত্ব আস্ত একটা মানুষকে খুঁড়ে খুঁড়ে কিভাবে গিলে খায়।

স্বপ্ন গুলো যতবার জোড়া দিতে যাই- ঠিক ততবারই ছিন্ন অলংকার হয়ে পড়ে থাকে,

আমি আসলে খাঁটি জহুরি হতে পারিনি কখনোই – তাই এঁকেবেঁকে কোন পথে চলে যায় জীবন নদীটা চিনতে পারিনি সে পথ।

চলতে চলতে হাজার বুনোফুল দুহাত বাড়িয়ে ডাকে – আমি ভুলে যাই আমাকেই,

দুই – একটা ফুল তুলতে গিয়ে সর্পনাগের দংশনের রূপ দেখি- সুপ্ত ইচ্ছে গুলো কবর চাপা দেই।

বোবাকান্নার জল শুকনো পাতা৷- পরে থাকি নিথর দেহাবশেষ টুকু নিয়ে – যেনো ঘুমন্ত কবর আমিও,

আমাতে আর কিছু নেই – আমাকে খুঁড়ো না আর একাকিত্বের জীবন নাশে।

Powered by themekiller.com