Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য পড়ুন

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য পড়ুন

দৈনিক সাহিত্য চর্চা
শিরোনাম: শব্দহীন দূরত্ব
কলমে: শিপ্রা দেবনাথ
তারিখ:৭.১১.২০২২

🌹শব্দহীন দূরত্ব🌹

আগামীর মত নিজের অপেক্ষায় নিজেই,,,
এখনো সেই আমিকে আমি দেখতে পাইনি
যাকে দেখার আশায় এতদিন
নিরবিচ্ছিন্ন অপেক্ষা-
প্রতিদিন একটা নতুন আমির সাথে দেখা হয়
তবে যাকে আমি চাই সে নয়
লেগে রয়েছি অপেক্ষায়,,,
শব্দহীন গভীরতায় হেঁটে চলে আমার ভেতরের আমিটা
এক পরশ পাথরের খোঁজে,,,
একদিন দেখা হবে এ বিশ্বাসে বিশ্বাসী।
কিছুই নিয়ে আসা হয়নি, তারই কাছে গচ্ছিত রেখে আসা
উপার্জন ও কিছুই হয়নি।
আলো কুড়োতে গিয়ে
ছাই- মাটি উঠে আসে হাতে।
পথের দূরত্ব মেপে চলেছি
কতটা এগিয়েছি তার পথে।
©Sipra Debnath Tultul.

——————————————–

শিরেনামঃ যদি না- ই থাকি
কলমেঃজেবুন নাহার
তারিখঃ ৭/১১/২২

ঘুমিয়ে পড়ে পৃথিবী আমার
মন শুধু জেগে থাকে,
হারানো দিনের কতনা স্মৃতি
জীবন কাহিনী লেখে।

ফেলে আসা কথারা কাঁদে
না পাওয়ার অভিমানে,
খেলার সাথীরা হারালো কোথায়
মন তাহা না জানে।

বিগত দিনের সুখস্মৃতিগুলো
হৃদয়ে জেগে ওঠে,
হৃদবাগানে রহিয়া রহিয়া
হাজারও ফুল ফোটে।

দুঃখস্মৃতিরা কাঁদিয়া কহে
কেমন আছো আজও?
ওরা বলে মোরে দুঃখ ভোল
সুখী মানুষটি সাজো।

আকাশ , প্রকৃতি ভালোবেসে তাই
প্রতি দিন চলে যায়,
ধরিয়া রাখিতে পারি না সময়
করি শুধু হায় হায়।

সময় তুমি আস্তে চল
কত কথা বলা বাকি,
হয়তো তা হবে না বলা
যদি আর না- ই থাকি।

রচনাকালঃ৬/১১/২২

——————————————–

মানুষকে বলে দাও
———————–
—দীপক বসু

তোমার কষ্টের কথা সব তুমি মানুষকে বলে দাও
বলে দাও নদীর সাথে তোমার কথা হয়না বহুদিন
মাটি বড় নিষ্ঠুর হয়েছে
ভালোবাসা হয়েছে কৃপন
তুমি বলে দাও সব—
আকাশের কথা বলো
বৃষ্টির কথা বলো
স্বপ্নের কথা বল
বলে দাও একটু রোদ সেও কথা রাখেনা এখন
ওরা সব দু:খ হয়েছে
তোমার কষ্টের কথা সব তুমি মানুষকে বলো
শুধু বলোনা তোমায়!

——————————————–

শিরোনামঃ লোভী মানব মন
কলমেঃ মিলাদ হোসেন
তারিখঃ ০৮/১১/২০২২

সত্য ছেড়ে মিথ্যা ধরে
লোভী মানব মন
লাজ লজ্জার তোয়াক্কা
করে না কেউ এখন।

শিক্ষাদীক্ষায় জশ খ্যাতি
জ্ঞান বিতরণ করে
পুকুর চুরিও করে আবার
কলম প্যাঁচের মারে।

সমাজপতি খ্যাতিমানরা
কোট টাই পড়ে
পিঁপীলিকা মৌমাছির মত
ভাঁড়ার ভর্তি করে।

কথায় কাজে মিল না হলে
নেই যে কোথাও ভরসা
লোভ লালসায় মানব মন
তাইতো বেহাল দশা।

——————————————-

মতিউর রহঃ নাসির
আঁখি পরশে
০৭-১১-২২
আঁখি পরশে আঁকা হিন্দল,
ছলোছল টলমল রিমি ঝিমি দোল।
বিছিয়ে আকাশে স্মৃতি সমিরন,
নিলাবন তারা খই চাঁদনি মিলন।

মেঘেরা অতিথি জম জম জল জমে,
বাসরি রং পরা রং ধনুকে।
লহরী রূপ চেরা সূশ্রী সন্ধে,
কোল জুড়ে মুঞ্জুরে প্রেমো মঞ্জিল।

পাড় চুড়ো ঘিরে,রবি রেঙ্গে চুমে,
লাল মতি বেলা খেলি বিকেলে।
গুলা সোনা ঝরে জল ঢেও নুপুরে,
স্বপ্নীল সাগরে প্রেম প্রান ঢেলে।

কুহেলি আলাপন সুর তুর ভরে,
জড়িয়ে লিলা রং হৃদ সিন্ধে।
উদ্দীপ শিখরের শিকড়ের কুলে,
স্বপ্নীল স্বপ্ন এ্যঁকে এ্যঁকে।

——————————————–

অনন্ত আসা
**********
অসীমা মুখার্জি রি-পোষ্ট ৭/১১/২২

তুমি আসবে বলেই
আমার চেতনা
অলীক স্বপ্ন আঁকে ।
তুমি আসবে বলেই
সবুজে গালচে
ফুলে ফুলে যায় ঢেকে ।
তুমি আসবে বলেই
সাতরঙা আলো
নাচে সূর্যেরে ঘিরে ।
তুমি আসবে বলেই
সাগর উছলে
উল্লাসে কলরবে ।
তুমি আসবে বলেই
পাখির কন্ঠে
সুর সপ্তম রাজে ।
তুমি আসবে বলেই
ধবল গিড়িতে
সোনালী স্বপ্ন আঁকে ।
তুমি আসবে বলেই
শুকতারা টি
মেঘের আড়ালে হাসে ।
তুমি আসবে বলেই
মলয় পবন
উৎসাহে বয়ে আসে ।
তুমি আসবে বলেই
শিশিরের কণা
টুপ টুপ ঝড়ে পড়ে ।
তুমি আসবে বলেই
অঞ্চল খানি
ভূমিতে রেখেছি পেতে ।।

Powered by themekiller.com