Breaking News
Home / Breaking News / কবি কলামিস্ট ও আবৃতিকার আব্দুল্লাহ আল মামুন রিটন এর দুর্দান্ত কবিতা”রূপান্তর “

কবি কলামিস্ট ও আবৃতিকার আব্দুল্লাহ আল মামুন রিটন এর দুর্দান্ত কবিতা”রূপান্তর “

[] রূপান্তর [] -আব্দুল্লাহ আল মামুন রিটন

কী অদ্ভুত ভাবে পাল্টে যাচ্ছে দিন, মুহুর্ত
রাত সময় এবং আমাদের সামনে যাওয়া।
কী অপরিচিত হয়ে যাচ্ছে প্রকৃতি ও প্রেম
বুক চিড়ে জন্ম নেওয়া আত্মীয় এখন অচেনা
ধাপ পড়ে না পলক দূরত্বের পাশের বাড়িতে
অথচ বেল্ট বেঁধে ছুটছি লং-ড্রাইভে, অচেনা গন্তব্যে।
পাল্টে যাচ্ছে চারপাশ, পাল্টে যাচ্ছে প্রকৃতি,
পালটে যাচ্ছে সময়ের সাথে বুকের ভিতরের অনুভূতিরা।

এখানে ধাপে ধাপে যেমনটা আমরা সামনে ছুটছি
ঠিক তেমনই ঘড়ির কাটার সাথে প্রয়জনে বদলে যাই
কখনও কারণে, কখনও অকারণে অভ্যাসের কারণে।
আমরা স্থির থাকতে পারিনি বন্ধনে, হায়রে ছুটে চলা,,,,
হায়রে জীবন, প্রয়োজনে মনে রাখি, প্রয়োজনে ভুলে যাই।

বুকের প্রকোষ্ঠে জন্ম নেওয়া কিছু চেনা মুখ থাকে,
আজকাল এই বদলে যাওয়ার বদৌলতে ভুল করে
ভুলে যাই সেই মানুষটিকেও, যার স্থান ঠিক পাশের বালিশে।

ইশ! কি অদ্ভুত ভাবে পাল্টে যাচ্ছি আমরা, ক্রমাগত
আদিম থেকে বর্তমান, এরপর ছুটছি ভবিষ্যতের পথে,
শিম্পাঞ্জি থেকে বিবর্তনে মানুষ, তারপর? তারপর কোন রূপান্তর?
হয়তোবা অনুভূতিহীন রোবট, হয়তোবা রসকষহীন অমানুষ।

Powered by themekiller.com