Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

প্রতিদিন কবিতা
শিরোনাম – নিবেদন
তারিখ – ১১ – ০৯ – ২০২২
কলমে – অমরেশ দেবনাথ

********************

আজ নেমে আসুক শ্রাবণ চোখে অশ্রু হয়ে,
কতো যুগ কাঁদিনি প্রেমে বিভোর হয়ে সুরে,
শুধুই তাপে পুড়েছি দাহে সকল ভাবে জ্বলে,
ধূসর ছাইয়ে ফুটেনি কলি সবুজ হয়ে রঙে,
আসুক নেমে বাদল ধারা আমার প্রাণেতে,
দেবো ছিটিয়ে পত্রপুষ্পে তোমার আঙিনাতে,
তুমি নিওগো প্রেমে তোমার করে অনুরাগে,
দিওনা ফিরিয়ে তোমার দুয়ার হতে শূন্য হাতে,
আজ আসুক স্রোত মেঘ ছুইয়ে তৃষিত আকাশে,
কতো যুগ হারিয়ে গেছে মিছে পিপাসায় ডুবে,
পাইনি তোমারে বাদল মাঝে আছো যে ভিজে,
কোথায় গিয়ে নিয়েছ ঠাঁই সকল কিছু ফেলে,
এসো ফিরে আমার প্রাণে নতুন রাগিণী নিয়ে,
বাজুক প্রেমে তোমারে ছুইয়ে বাদল ঝংকারে,
জ্বলে গেছে ভিতর বাহির জগতের তীব্র দহনে,
তুমি এসে দাও ছিটিয়ে বৃষ্টি আমার তাপেতে,
আসবে পাতা নতুন করে নতুন প্রেমেতে ডুবে,
তারই কলি দেবো তোমায় প্রেমের নিবেদনে।

——————————————–

কল্পনার এক রাত্রি
অদিতি সিমু
১১/৯/২০২২ইং
একটা মহা কাব্য লিখবে কবি
শুনে দলে দলে এলো
ফুল ,পাখি আর জোনাকি।
রঙিন ডানা মেলে এলো
এক ঝাঁক প্রজাপতি।।
খবর পেয়ে ময়ূর এলো পেখম তুলে,
বললো ডেকে সবাই কি গেলে ভুলে ।
তোমরা সব হল্লা করলে কবি লিখবে কী করে ?
তাই সকলেই তোমরা দুরে যাও সরে ।
বলিল স্বর্গের পরী
লেখ কবি লেখ
তোমার মহা কাব্যখানি
গানের খাতা রেখে
বলল রাতের ঝিঁ ঝিঁ
লেখ সব ভাবনা রেখে
মা, মাটি আর মাতৃভূমি
রাতের নিরবতা ভেঙে
বলল বয়সী বট পাকুরে
কবিকে লিখতে দাও নীরবে
তাকে সাহায্য করবে ঠাকুরে
অবরে সবরে।
পূর্ণিমার চাঁদ ঢেলে দিলো
অজস্র জোৎস্না আলো
যা কিছু তার অধরে ছিলো।
মুক্ত মনে তার অন্তর কথা
সবই দিলো ঝলোমলো।
ডানা ঝাপটে এলো
কিছু নিশাচর পাখি
রাতের রঙে রাঙিয়ে গেল
কবিতার দেহখানি।
বলল সব পাখিদের ডেকে
এসো এসো নিশি জাগার সাথী
য়ার যত সুর আছে দাও কবিতায় মেখে ।
কবি পাখিদের সুরে
লেখে তার গাথা ,
অপূর্ব ছন্দ দিলো ,
মিশালো অন্তরের ব্যথা ।
রাতের গায়ে জোনাকির আলোতে পূর্ণিমার অাভা মেখে ফুলের সুবাসে
লেখা হলো এক অনবদ্য কাব্য কথা।
আদি অনাদি অনন্তের স্মৃতিচারণে
লেখা হলো কবিতা নিশাচর পাখির ডানাতে।
প্রভাতেের সোনালী আলোতে,ভোরের পাখির সুধাময় সুরে
মহাকাব্য ছড়িয়ে গেলো বহু বহু দূরে ।।

——————————————–

খেয়াঘাটের খেয়ালী মন
কলমে- প্রবীর কুমার দত্ত
তারিখ – ১১/০৯/২০২২

রোজ হাসে বুনোমেঘ,
পুবে বা পশ্চিমে ঘন গাঢ় অন্ধকার,
ঢেকে রাখে সূর্যের হাসি,
আকাশের অক্ষয় দীপ নিভে যায় দুঃসময়ের ঘেরাটোপে,
গাছেরা আঁধার দেখে দিনের আলোয়,
পথিকেরা ভুলে যায় পথের আহ্বান,
হাটুরের বুকে তখন গভীর নিশ্বাস,
কামারের হাপরের মতো শুধু ওঠে আর নামে,
কে যেন ঘা মারে বারবার প্রেমময় মায়ার পাটাতনে।
পেরেকের মতো যেন বিঁধে দেয় হৃদয়ের গোপন কুটির,
শ্রমিকের মনে তখন কাকভেজা দুপুরের নির্যাস,
খালি হাতে বাড়ি ফেরা সন্তানের শুষ্ক মুখ,
কিছুতেই যেন খুলতে চায় না পাপড়ি,
অভিমানী গোলাপের দল।
ঢেউয়ে ঢেউয়ে উথাল-পাথাল সাগরের বুক,
তোলপাড় করে দু’কূল ভরা জলের উচ্ছ্বাস,
এপারের ডাকে ফিরে আসে মাঝিগন,
অবশেষে তীরে বসে কথা বলে গান বাঁধে দোতারায়,
খেয়াঘাটের খেয়ালী মন নিজেই নিজের সাথেই।

——————————————–
প্রথম পাতা

শিবাজী বসু
11/9/22

আমার শিউলি গাছে
ফুল এসেছে ۔۔
শরীর গাছে নতুন পাতা ۔۔
আগমনীর বাতাসে ۔۔ খুসি র সারা !!!!

নীল আকাশে সাদা মেঘের ভেলা ۔۔
চারিদিকে আনন্দের মেলা ۔۔
প্রকৃতির কি অপরূপ খেলা !!!

মনের কোনে জাগে আশা ۔۔۔মাঠের ধারে
হয় যদি দেখা ۔۔
প্রথম ফুলগুলো দেবো হাতে۔ ۔
ঠোঁটে থাকবে۔۔ নরম ভোরের ۔۔মৃদু হাসি !!!

বছরের সব গ্লানি ۔۔না পাওয়ার কষ্ট ۔۔
নিমেষেই হবে শেষ ۔۔ বাতাসে খুশির রেশ !!!

আমার শিউলি গাছে
ফুল এসেছে ۔۔۔আবার !

——————————————–
#অনু_কাব্যে_বেদখল
শুনছি এখন সহজেই সুখ কেনা যায়, কানাই মাতব্বর বাড়ির পিচ্ছিল আঙিনায়!
কায়দা করে আনন্দের হাট দখল নিয়েছে, যেথা মাটি লোভী একদল উইপোকায়!

নিলামে তুলে সরল আমজনতার সততা ওখানে কিছু ধুরন্ধর পঞ্চায়েতের হয় পকেট গরম,
ভুক্তভোগী মাত্রই নিপীড়ন নির্যাতনে চিরকাল হতভাগা, সুতি
রুমালে ঢাকে সে লাজ শরম!

যে সময়টাতে সম্মানের খুব কদর ছিল, তীক্ষ্ণ নেতৃত্ব দিতেন সর্বজন শ্রদ্ধেয় চৌকষ মগজ,
ভেজাল খেয়ে বর্তমানের ভবিষ্যত দিকনির্দেশক বেশি বেশি
আমিষের ভারে চোখে গগজ?
-সজল।
১২/০৯/২০২২ইং।

——————————————–

শান্তি চাই
গৌতম হালদার
তারিখ:-১২|০৯|২০২২ইং

আমরা সবাই শান্তি চাই,অশান্তি চাইনা,
একে অপরের পাশে চাই,দূরত্ব চাইনা।
দূর্বলকে আঘাত করোনা,সাহায‍্য করো,
অসহায়কে তাড়িয়ে দিও না,হাত বাড়াও।
একে অপরের হিংসা করো না,সু দৃষ্টি দাও,
ভালোবেসে আলিঙ্গনে কাঁধে তুলে নাও।
আসবে কতো মহাপ্রলংকারী দূর্ভিক্ষ জীবনে
হাত ছেরোনা হাতে রেখে হাত,চলবে একসাথে।
অমৃতের সুধা হয়ে আসবে যখনি,করিবে বাস,
চিরশান্তি বিরাজ করবে সবার মনে অন্তর্নিবাস।
মানুষে মানুষে প্রেম,মনুষ‍্যত্বের হয়না কভু শেষ,
জাগ্রত হয়ে বিরাজ করে,সব মানুষের অন্তরে।
থাকি সবে মিলে একসাথে,আত্মার বন্ধনে মিলে,
যুদ্ধ যুদ্ধ নয়,হবে ধংস,হবে ক্ষয়, ঘুম নাহি থাকে।
এসো সবে মিলে থাকি গাহি মোরা সাম‍্যের গান,
শান্তি চাই সবে মিলে,রাখি ভাই, ভাইয়ের মান।

Powered by themekiller.com