নিপুন জাকারিয়া :
জামালপুর কারিগরি প্রশিক্ষনে বিদেশ গামী প্রাক-প্রশিক্ষণ কারীদের সনদ বিতরন ও নতুন বিশেষ কোর্স উদ্বোধন করা হয়েছে। জামালপুরের স্থানীয় সরকারের উপপরিচালক দিলরুবা আহাম্মের সভাপতিত্বে অদিবাসীদের বিশেষ উদ্বোধনী কোর্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক র্মুশেদা জামান। আবহেলিত অদিবাসী জনগোষ্ঠী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে (এলজিএসপি-৩) আওতায় ২ মাস মেয়াদী এ প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করা হয়। পরে জামালপুর কারিগরি প্রশিক্ষণের অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ রহিমের সভাপতিত্বে বিদেশ গামী প্রাক-প্রশিক্ষণ কারীদের সনদ বিতরনর করেন জেলা প্রশাসক র্মুশেদা জামান। এ সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নিটুস লরেন্স চিরান, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক ফনিসহ প্রতিষ্ঠানের প্রশিক্ষক, শিক্ষক ও প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সদন বিতরন শেষে জেলা প্রশাসক মুর্শেদা জামান বিভিন্ন ট্রেড ঘুরে প্রশিক্ষণার্থী ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে খোজঁ খবর নেন। এবং প্রশিক্ষণ সর্ম্পকে তাদের মতামত জানেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ জাবেদ রহিম জানান- প্রশিক্ষণার্থীরা যাতে বহি বিশ্বে দেশের মুখ উজ্জল করে, তাই তাদের শতভাগ গুরুত্ব সহকারে প্রশিক্ষণ দিচ্ছে, জামালপুর কারিগরি প্রষিক্ষণ কেন্দ্র।