ইমরান নাজির,মতলব দক্ষিণঃ
অবিশ্বাস্য হলে ও সত্য গত একযুগ ধরে চেষ্টা করেও বয়স্ক ভাতা মিলেনি প্রায় শত বছরের বৃদ্ধা ফরেশ হাওলাদারের।সে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উওর ইউনিয়নের (উপাদী) গ্রামের বৃদ্ধা ফরেশ হাওলাদার।তার বয়স্ক ভাতার জন্য ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরে সে এখন ক্লান্ত।সরেজমিনে গিয়ে জানা যায়,উপজেলার (উপাদী)গ্রামের ৯নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীর বাসিন্দা ফরেশ হাওলাদার। এখন তার বয়স প্রায় ১০০ বছর,২ ছেলে ও ২ মেয়ের জনক ফরেশ হাওলাদার, তিনি জানান আমি দীর্ঘ দিন যাবত চেয়ারম্যান ও মেম্বারকে বলেছি আমাকে একটা বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার জন্য কিন্তু আজও কেউ আমাকে একটা বয়স্ক ভাতার কার্ড করে দিলো না।ফরেশ হাওলাদার মনে মনে অনেক আক্ষেপ নিয়ে বলেন,এ এলাকার অনেক মানুষ আমার থেকে রয়সে অনেক ছোট কিন্তু তারা বয়স্ক ভাতা পায়,কিন্তু আমি কেন বয়স্ক ভাতা পাইনা।গত কয়েক বছর যাবত আমি চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরতেছি কিন্তু আমারে একটা বয়স্ক ভাতার কার্ড করে দিলো না।এদিকে বয়স্ক ভাতা পাওয়ার বিষয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছেন ওই বৃদ্ধের পরিবারের সদস্যরা।