Breaking News
Home / Breaking News / ফরিদগঞ্জে নাগরিক কমিটির উদ্যোগে নির্বাচনোত্তর সমাবেশ ————————- ‘জঙ্গী সন্ত্রাসী রাস্তার টাকা টিআর-কাবিখার চাল-গম খোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’। ————–সাংবাদিক শফিকুর রহমান এমপি।

ফরিদগঞ্জে নাগরিক কমিটির উদ্যোগে নির্বাচনোত্তর সমাবেশ ————————- ‘জঙ্গী সন্ত্রাসী রাস্তার টাকা টিআর-কাবিখার চাল-গম খোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’। ————–সাংবাদিক শফিকুর রহমান এমপি।

আবু হেনা মোস্তফা কামাল:
ফরিদগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নবনির্বাচিত মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, আমি ঘোষণা দিয়ে কোনো রূপকার হতে চাই না, আমি কাজ করে দেখাতে চাই। নির্বাচনের আগে মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম। আপনারা এই যুদ্ধে জয়ী হওয়ার জন্যে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তিনি এ জন্য ফরিদগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জঙ্গী সন্ত্রাসী রাস্তা নির্মানের টাকা টিআর-কাবিখার চাল-গম খোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, আপনারা ভোট দিয়ে ঘরে বসে থাকলে চলবে না। আপনার এলাকায় কে কে মাদকাসক্ত, মাদকের কারবারি, সন্ত্রাস করে, কে জঙ্গীবাদ, কোন শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে হিজবুল মুজাহেদীন, হিজবুত তাহরীন জঙ্গীরা ট্রেণিং দিচ্ছে, সমাজে বিশৃংখলা সৃষ্টি করতে চাচ্ছে। কারা সন্ত্রাস করছে, কারা জনগনের রাস্তা নির্মানের টাকা, কাবিখা-টিআর এর গম-চাল মেরে খাচ্ছে আপনারা তাদের নাম ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের অফিসার ইন-চার্জকে জানান। এলাকার নেতা, চেয়ারম্যান-মেম্বারকে যদি ভয় পান তাহলে গোপনে জানান। তাদেরকে জানালে আমিও জানবো। আমি পেয়ে সেটার ব্যবস্থা নেবো, আপনাদের কথা দিলাম।
ধানের শীষ প্রতীকের কথা উল্লেখ করে বলেন এক সময় শুনতাম – যারে খেয়ে বাঁচি, তারে ভোট না দেই কেমনে। কিস্তু, তাদের ভোট দিয়ে মানুষ না খেয়েছিলো। কিন্তু, আল্লাহপাক শেখ হাসিনাকে আমাদের কাছে আশির্বাদ হিসেবে পাঠিয়েছে। তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর বাংলাদেশকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠদেশ হিসেবে গড়ে তুলেছেন। এখন মানুষ তিনবেলা খেয়ে পড়ে থাকেন। আপনারা সবাই পরিধেয় কাপড়-চোপড়ের দিকে চেয়ে দেখেন, ১০ বছর আগে এ রকম কাপড়-চোপড় আমরা পড়তে পারিনি। দশ বছর আগে তিনবেলা ভাত খেয়েছে, জুতা পড়ে হেটেছে – এমন মানুষ খুঁজে পাওয়া যেত না। আর এখন তিনবেলা ভাত খায়, চা এর দোকানে বসে বাড়তি মিষ্টি, পরটা মাংস খায়, জুতা স্যান্ডেল পড়ে ঘুরে বেড়ায়। মানুষের প্রতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ভালোবাসা থেকেই এটা সম্ভব হয়েছে। আমাদের বিশাল বড় পদ্মাসেতুসহ বড় বড় কাজ বাস্তবায়ন হচ্ছে।

সোমবার (২১ জানুয়ারি-২০১৯ খ্রি.) বিকালে ফরিদগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে ওয়াপদা মাঠে স্থানীয় পৌরসভা কার্যালয়ের সামনে এ সামবেশের আয়োজন করা হয়। সমাবেশে দলের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। এসময় নবনির্বাচিত এমপিকে জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদিকে দুপুর থেকেই উৎসাহ উদ্দীপনার সাথে আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার হাতে, স্লোগানের সাথে মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন।

উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো: মাহফুজুল হকের সভাপতিত্বে ও পৌর আ’লীগের সভাপতি মো: মোতাহার হোসেন রতনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার সহিদ উল্লাহ তপদার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাসেম কন্ট্রাকটার, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য মো. মহিউদ্দিন খোকা, জেলা পরিষদের সদস্য (সংরক্ষিত) জোবেদা মজুমদার খুশি, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, আওয়ামী লীগ উপজেলা সহসভাপতি বাবুল পাটওয়ারি, ডাক্তার বদরুন্নাহার, আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহম্মদ মজুমদার, ছাত্রলীগ – ফুিরদগঞ্জ উপজেলা সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, ইউপি চেয়ারম্যান মাও: শরাফাত উল্ল্যাহ, আব্দুল গণি পাটওয়ারী বাবুল, আবুল কালাম ভূইয়া, শওকত আলী বিএসসি, সোহেল চৌধুরী, হাসান আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান খাজে আহম্মদ ভূইয়া, ইউনিয়ন আ’লীগের নেতা জসিম উদ্দিন মিন্টু, সাংবাদিক জসিম উদ্দিন মিঝি, যুবলীগ নেতা হেলাল উদ্দিন প্রমুখ।

বার্তা প্রেরক: আবু হেনা মোস্তফা কামাল। তারিখঃ ২১-০১-২০১৯ খ্রিঃ।

Powered by themekiller.com