Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর “যদি বিলুপ্ত হই কোন একদিন “

কবি সারমিন জাহান মিতুর “যদি বিলুপ্ত হই কোন একদিন “

যদি বিলুপ্ত হই কোন একদিন
– সারমিন জাহান মিতু

ডোডো পাখি কিংবা আসমেনিয়ান বাঘের মতো যদি আমার অস্তিত্ব বিলুপ্ত হয় কোন একদিন,
আবার আমি মাটি হয়ে যাই যদি।
মানবসভ্যতার ইতিহাসের সংক্ষিপ্ত এক অধ্যায়ে
যদি আমাকে মনে পরে,
মাতাল রোদেলা চৈত্র দুপুরে।
তবে খোলা বারান্দায় তাকিয়ে দেখো,
এলোচুলে হিমেল বাতায়নে মুঠো মুঠো স্বপ্ন হয়ে
আমি আছি।
হয়তো আমার কাছে শারীরিক রূপ টুকু
তখন আর থাকবেনা,
থাকে না কারোই।
ওরাও যে চলে গেছে বহু যুগ আগে,
হয়তো আমাদের পিতৃপুরুষেরা বংশানুক্রমিকভাবে
আসে যায় নিত্য স্পর্শ করে আদরে।
আমিও শুকনো কড়কড়ে মাটি হয়ে ছড়িয়ে যাবো
উদভ্রান্ত পথে পথে।
কিন্তু আমার জন্য যখন তোমার মন খারাপ হবে,
আমি বিধাতার নিষিদ্ধ বেড়ি পেরিয়ে
চুপিচুপি মিশে যাবো তোমার চোখের সিক্ত জলে।
কিংবা দুলে ওঠা টবের ফুল-পাতায় আলতো পায়ে
ফিরে আসবো ঠিক আগের ঠিকানায়।
বিধাতা কখনো অবুঝ নন,
তিনি তো জানেন তোমাকে ছাড়া আমি ভালো নেই ওখানে।
তোমাকে ভালো না বেসে আমি শাস্তি প্রাপ্ত আসামি,
শাস্তি তাও নিতে অক্ষম।
এটুকুই তো ভালোবাসা এ জন্মে দেয়া হয়নি আমার,
যেভাবে দিতে পারলে বোঝা যেতো ভালোবেসেছি।

Powered by themekiller.com