জাগতিক অলংকার
– আব্দুল্লাহ আল মামুন রিটন
আমার জন্য মুক্ত আকাশ রেখ
সোনালি রোদের ঝকঝকে নদী
তার সাথে বিস্তীর্ণ সবুজ বনাঞ্চল
খুলে রেখ সীমান্তের উঁচু দেওয়াল।
ভেঙে ফেল ভেদাভেদ বর্ণ বৈষম্যের
আমি মানুষের সাথে মিশে গিয়েই
তুলে আনবো জাগতিক গভীর শান্তি।
মানবতা অথবা মানবিক প্রেম রেখ
আমি ভালোবাসার দীর্ঘ আঁচল ভরে
সৃষ্টির শ্রেষ্ঠ এ ধরাতল সাজিয়ে দেব।