Breaking News
Home / Breaking News / চাঁদপুর শহরে দিনে দুপুরে নিউ মুক্তি প্যাথোলজিতে দূধর্ষ চুরি

চাঁদপুর শহরে দিনে দুপুরে নিউ মুক্তি প্যাথোলজিতে দূধর্ষ চুরি

গোলাম মোস্তফা // গত ১৮ জানুয়ারী দুপুরে চাঁদপুর শহরের কুমিল্লা রোডের আখন্দ মাকেটের নীচতলায় নিউ মুক্তি প্যাথোলজি দূধর্ষ চুরি হয়েছে।
জানাযায়, গত ১৮ জানুয়ারী শুক্রবার দুপুরে উক্ত প্যাথোলজিতে প্রায় অধশতাধিক বিভিন্নরোগের রোগী ছিলো যারা ঢাকা থেকে আগত ডাক্তার দেখানোর জন্য এসে ছিলো।
এক পযায়ে দুপুর বেলা জুমআর আজানের পর উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার ক্যাশের তালা লাগিয়ে জুমআর নামাজ পড়তে যায়। নামাজ পড়ে এসে দেখে তার ক্যাশ থেকে তালা ভেঙে প্রায় পৌনে একলাখ টাকা চোরের দল নিয়ে গেছে।
আশ্চর্য জনক হলেও সত্য যে, অধশতাধিক লোক ঐ প্রতিষ্ঠানে বসা অবস্থায় চোরের দল সকলের চোখের সামনে এ দুধষ চুরির ঘটনা ঘটালেও কারো চোখে এ বিষয়ে ধরা পড়েনি। এ ঘটনাটি মূহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। তখন উৎসুক জনতা ঘটে যাওয়া ঘটনা টি জানতে ভীড় করে।
অবশ্য সন্দ্ব্যায় নিউ মুক্তি প্যাথোলজি মালিকদের পখ থেকে চাঁদপুর মডেল থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করে এসেছেন।

Powered by themekiller.com