Breaking News
Home / Breaking News / নায়ক নায়িকাদের এত ভীড়ে রাজনীতি থেকে বিদায় নিতে হবে’

নায়ক নায়িকাদের এত ভীড়ে রাজনীতি থেকে বিদায় নিতে হবে’

নিউজ ডেস্ক।।
রাজনীতি থেকে মনে হয় বিদায় নিতে হবে ,নায়ক নায়িকাদের এত ভীড়ে আমাদের আর দেখা পাওয়া কঠিন । আন্দোলন সংগ্রামের রোদে পোড়া শরীর এখন কিছুটা ভাল দেখতে হলেও নায়িকাদের রুপে বিলীন । ক্ষমতায় থাকতে এত লোক বিরোধী দলে থাকতে তো দেখি নাই ।
মেয়েদের রাজনীতিতে কেবলই জ্বালা নায়িকা জ্বালা আবার মেয়ে হওয়ার জন্য পুরুষের চাইতে বেশি কাজ করলেও সাধারন আসনে নমিনেশন দেয়া যাবে না ।
সরকারী দলের চাইতে তো বিরোধী দলেই ভাল ছিলাম নিজেদের দল নিজেদের ছিল।এখন মহা বিপদ আমাদের দল ছিনতাই করছে নায়িকা হাইবরিড বিএনপি থেকে আমদানী কারীরা ।
সাবিনা আক্তার তুহিনের ফেসবুক থেকে নেওয়া।

Powered by themekiller.com