নিউজ ডেস্ক।।
রাজনীতি থেকে মনে হয় বিদায় নিতে হবে ,নায়ক নায়িকাদের এত ভীড়ে আমাদের আর দেখা পাওয়া কঠিন । আন্দোলন সংগ্রামের রোদে পোড়া শরীর এখন কিছুটা ভাল দেখতে হলেও নায়িকাদের রুপে বিলীন । ক্ষমতায় থাকতে এত লোক বিরোধী দলে থাকতে তো দেখি নাই ।
মেয়েদের রাজনীতিতে কেবলই জ্বালা নায়িকা জ্বালা আবার মেয়ে হওয়ার জন্য পুরুষের চাইতে বেশি কাজ করলেও সাধারন আসনে নমিনেশন দেয়া যাবে না ।
সরকারী দলের চাইতে তো বিরোধী দলেই ভাল ছিলাম নিজেদের দল নিজেদের ছিল।এখন মহা বিপদ আমাদের দল ছিনতাই করছে নায়িকা হাইবরিড বিএনপি থেকে আমদানী কারীরা ।
সাবিনা আক্তার তুহিনের ফেসবুক থেকে নেওয়া।